মাথাভাঙ্গা ২ ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পূর্ব ডাউয়াগুড়ি এলাকায় একটি কীর্তনের অনুষ্ঠানে দই চিরা খেয়ে অসুস্থ প্রায় ৫০জনের উপর

0
288

কোচবিহার -: মাথাভাঙ্গা ২ ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পূর্ব ডাউয়াগুড়ি এলাকায় একটি কীর্তনের অনুষ্ঠানে দই চিরা খেয়ে অসুস্থ প্রায় ৫০জনের উপর । অসুস্থ দের মধ্যে অনেক ইতি মধ্যে ঘোকসাডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হয়।তারমধ্যে বেশ কয়েকজনকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ও একজনকে কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে চিকিৎসকরা । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে । স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এলাকায় একটি মেডিক্যাল টিম করেও অসুস্থদের চিকিৎসা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here