কোচবিহার:-মাথাভাঙ্গা ১ব্লকের হাজরা হাট এলাকায় একটি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।স্থানীয় বাসিন্দা বলেন আমরা গভীর রাতে বোমার আওয়াজ শুনতে পাই তবে কে কারা করেছে জানি না।তৃণমূল নেতা রুপন শীল বলেন বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে ।বিজেপি এমনটা করে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে।তবে বিজেপির জেলা সম্পাদক মনোজ ঘোষ বলেন ভোট পরবর্তী ফলের পর সব জায়গায় রাজনৈতিক হিংসা শুরু করেছে,তৃণমূল করে বিজেপি কর্মীদের মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ,পুলিশ এসে বোমা উদ্ধার করে নিয়ে আসে।
Home বাংলা উত্তর বাংলা মাথাভাঙ্গা ১ব্লকের হাজরা হাট এলাকায় একটি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।