মাথাভাঙ্গা মুখ্যমন্ত্রীর সভা ফ্লপ, দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মাথাভাঙায লোক হয়নি। তাই, মুখ্যমন্ত্রী গালিগালাজ (শালা) করেছেন প্রধানমন্ত্রীকে, দাবি শুভেন্দুর

0
253

মালদা:- মাথাভাঙ্গা মুখ্যমন্ত্রীর সভা ফ্লপ, দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মাথাভাঙায লোক হয়নি। তাই, মুখ্যমন্ত্রী গালিগালাজ (শালা) করেছেন প্রধানমন্ত্রীকে, দাবি শুভেন্দুর।

তিন বছরে বিরোধী দল কাকে বলে, বিরোধী দলনেতা কাকে বলে তা বুঝিয়ে দিয়েছি। মানুষের কাছে চুরির পর্দা ফাঁস করেছি। রাজ্য ও তৃণমূলের মুখোশ খুলে দিয়েছি। রাজ্যে বিজেপির সরকার করুন। ডাবল ইঞ্জিন সরকার কাকে বলে বুঝিয়ে দেব বললেন শুভেন্দু।

আগামী ১৭ তারিখ রাজ্যে গ্রামেগঞ্জের সর্বত্র রামনবমী পালনের ডাক দিলেন শুভেন্দু। দলীয় জনসভা থেকে রামনবমী পালনের ডাক বিরোধী দলনেতার। ।

তৃণমূলের ফাঁদে পা দেবেন না সংখ্যালঘুরা। সিএএ চালু হয়েছে নাগরিকত্ব কেড়ে নেওয়া জন্য নয়, যাঁরা সমস্যায় পড়ে এদেশে এসেছেন তাঁদের নাগরিকত্ব দেওয়ার জন্য, বললেন শুভেন্দু।

কংগ্রেসকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সেটিং রয়েছে। কংগ্রেসের কথায় বিশ্বাস করবেন না। মালদহের হবিবপুরের জনসভা মঞ্চে বললেন শুভেন্দু।

শাহজাহানের মত একইদোষে দুষ্ট মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দোপাধ্যায়। তিনি পঞ্চায়েতে ভোট লুটের কারিগর। উত্তর মালদহ আসনে এবার দেড় লক্ষেরও বেশি ভোটে জিতবে বিজেপি। দাবি করলেন শুভেন্দু।

মধ্যপ্রদেশ সরকারকে দেখে নকল করে লক্ষী ভান্ডার চালু করেছে রাজ্য। বিজেপির ক্ষমতায় এলে লক্ষীর ভান্ডার এর নাম বদল করে করা হবে অন্নপূর্ণা যোজনা। ১০০০ টাকার পরিবর্তে তিন হাজার টাকা করে পাবেন মহিলারা।

মালদহে দুটি লোকসভায় তৃণমূল থার্ড হবে। এবারের ভোট সন্দেশখালীর বদলা নেওয়ার ভোট। দলীয় মঞ্চ থেকে হবিবপুরের বিডিও এবং মালদহের পুলিশ সুপারকে হুঁশিয়ারি বিরোধী দলনেতার। নিয়ম কানুন মেনে কাজ করার পরামর্শ। ডিএম এডিএমদের দিয়ে অপকর্ম করাচ্ছেন বললেন শুভেন্দু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here