কোচবিহার:- মাথাভাঙ্গা বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় এক বিজেপি কর্মীর বারিতে গিয়ে একশো দিনের কাজের টাকার দাবিতে তৃণমূল কংগ্রেসের বিকক্ষিভের মুখে পড়ল বিজেপি শীতলকুচি বিধানসভা বিধায়ক বরেন চন্দ্র বর্মণ। বিধায়ক বরেন চন্দ্র বর্মনের অভিযোগ সমীর রায় নামে বিজেপি কর্মীর মা গত হয়েছে তার মার শেষ কাছ থেকে ফেরার সময় বিজেপি কর্মীর সাবিত্রী বর্মনের বাড়িতে ওই বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল সেই সময় হঠাৎ করে বাইরে থেকে স্লোগান দেওয়া হয়। ।
যদিও তৃণমূলের বৈরাগী হাট অঞ্চল সভাপতি নীরেন বর্মন বলেন ১০০ দিনের কাজের টাকার দাবিতে সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছে ।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর মাথাভাঙ্গা বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় এক বিজেপি কর্মীর বারিতে গিয়ে একশো দিনের...