কোচবিহার:- মাথাভাঙ্গা পঞ্চাননমোড় সংলগ্ন কৃষক বাজারে পকেটমার সন্দেহে এক ব্যক্তিকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা।এদিন বাজার করতে আসা লোকেরাই ওই ব্যক্তিকে ধরে ফেলে বলে জানা গেছে।তবে আজ প্রথম নয় এর আগেও বহুবার এই কৃষক বাজারে পকেট মারের ঘটনা ঘটেছে বলে অভিযোগ কিন্তু ধরা পড়েনি।তবে আজ হাতেনাতে পকেটমার ধরা পড়ায় শুরু হয় উত্তেজিত জনতার উত্তমমাধ্যম।তারপর ওই ব্যক্তিকে কৃষকবাজারে একটি ঘরে আটকে রেখে খবর দেওয়া মাথাভাঙ্গা থানায়।খবর পেয়ে মাথাভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে এসে ধৃত পকেটমার ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর মাথাভাঙ্গা পঞ্চাননমোড় সংলগ্ন কৃষক বাজারে পকেটমার সন্দেহে এক ব্যক্তিকে উত্তম মধ্যম দিয়ে...