কোচবিহার :– মাথাভাঙ্গা পচাগরের বেলতলা এলাকায় পুকুর থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বোমাটি উদ্ধার করে করে মাথাভাঙ্গা থানায় নিয়ে আসে।
পচাগর অঞ্চল তৃণমূল শ্রমিক সংগঠনের সহ সভাপতি রমেন প্রামাণিকের অভিযোগ বিজেপি চক্রান্ত করেই এখানে বোমা রেখেছে।এর আগেও তার বারিতে বোমা বিস্ফোরণ করেছিলো বিজেপি।এলাকায় আতঙ্ক তৈরি করতেই তার বাড়ির পাশে পুকুরে বোমা রেখেছে বিজেপি।
যদিও বিজেপির 4 মন্ডল সভাপতি শেখর রায় বলেন মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ।বিজেপি বোমা বন্দুকের রাজনীতিতে বিশ্বাসী নয়।ওই এলাকায় বিজেপির ফল ভালো হয়েছে তাই নিজেরাই বোমা রেখে বিজেপির নামে মিথ্যা অপবাদ দিচ্ছে।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর মাথাভাঙ্গা পচাগরের বেলতলা এলাকায় পুকুর থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়