কোচবিহার:-মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের রুইডাঙ্গার উত্তর রামঠেঙ্গা সংলগ্ন এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে শনিবার একটি লরিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাফ সিরাফ উদ্ধার করল ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় এদিন এলাকায় অভিযান চালিয়ে কাফ সিরাফ উদ্ধার করে লরিটিকে আটক করে থানায় নিয়ে এসে গোটা ঘটনার তদন্তে পুলিশ।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙার এসডিপিও সুরজিত মন্ডল সহ অন্যান্য পুলিশ কর্মীরা। পুলিশ জানায় চালক সহ একজনকে আটক করে গোটা ঘটনার তদন্তে পুলিশ ।
Home বাংলা উত্তর বাংলা মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের রুইডাঙ্গার উত্তর রামঠেঙ্গা সংলগ্ন এলাকায় গোপন সূত্রে...