মাথাভাঙ্গা: মাথাভাঙ্গা কোচবিহার রাজ্য সড়কের বেলতলা এলাকায় পথ দুর্ঘটনায় আহত দুই বাইক আরোহী। ট্রাকের নীচে ঢুকে দুমড়েমুচড়ে যায় মোটর বাইকটি।আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।জানা গেছে ওই বাইক চালক কোচবিহারের দিক থেকে মাথাভাঙ্গার দিকে আসছিলেন ।বেলতলা এলাকায় অল্টো গাড়িটি বাইকে ধাক্কা মারলে বাইকে থাকা দুজন ছিটকে রাস্তার পাশে গিয়ে পড়লেও বাইকটি মাঝ রাস্তায় পড়ে এবং নিয়ন্ত্রণ করতে না পেরে পেছনে থাকা মাল বোঝাই ট্রাকটি সেই বাইকের উপর উঠে যায়।ঘটনার সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসে এলাকাবাসীরা এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে পাঠায়।এদিকে পথ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর মাথাভাঙ্গা কোচবিহার রাজ্য সড়কের বেলতলা এলাকায় পথ দুর্ঘটনায় আহত দুই বাইক আরোহী

















