কোচবিহার:- মাথাভাঙ্গা এক ব্লকের বৈরাগীর হাট গ্রাম পঞ্চায়েতের সাকাতির হাট এলাকায় বিজেপি কর্মীদের মারধর ও বাইক ভাঙচুরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।বিজেপির মন্ডল সভাপতি গৌতম সরকার বলেন গতকাল একটি মিছিল করার কথা ছিল তাদের কিন্তু শেষ পর্যন্ত প্রশাসনের অনুমতি না মেলায় তারা মিছিল করবেন না বলে স্থির করেন।

বেশ কয়েকজন মিলে সাকাতির হাট বাজার এলাকায় গেলে সেখানে জমায়েত থাকা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর আক্রমণ করে,তাদের বেশ কয়েকজনকে মারধরের পাশাপাশি তাদের তিনটি বাইক ভাঙচুর করে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ।পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ভাঙচুর করা দুটো বাইক উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।যদিও তাদের বিরুদ্ধে করা সমস্ত অভিনীত অস্বীকার করেছে তৃণমূল নেতা অমর রায়।তিনি বলেন সাকা তির হাট দলীয় কার্যালয়ে রাখিপূর্নিমা এবং পনোরও আগস্টের কর্মসূচি নিয়ে আলোচনা করছিল সেই সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ করে।তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।