মাত্র ২ বছর ২ মাসে রেকর্ড গড়ল বংশীহারির সাফা

0
98

মাত্র ২ বছর ২ মাসে রেকর্ড গড়ল বংশীহারির সাফা
ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠতেই উচ্ছ্বাস পরিবার ও এলাকাবাসীদের


শীতল চক্রবর্তী, বালুরঘাট ৪ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর :- অবিশ্বাস্য প্রতিভার নজির গড়ে মাত্র ২ বছর ২ মাস বয়সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিল দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের ছোট ফজিলাপুর গ্রামের শিশু সাফা ইসলাম। বয়সের তুলনায় তার অসাধারণ সাধারণ জ্ঞান, স্মৃতিশক্তি ও শেখার আগ্রহই এনে দিল এই বিরল সম্মান।
সাফা ছবির মাধ্যমে ১৫টি পশু, ১২টি সবজি, ১২টি ফলের নাম বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই বলতে পারে। শুধু তাই নয়, দেশ ও প্রতিবেশী দেশ শনাক্ত করা, এবং ১৫টির বেশি কবিতা মুখস্থ বলা—এই সব মিলিয়ে স্বীকৃতি দিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস।
মাত্র দুই বছরের শিশুর এমন যোগ্যতা দেখে অবাক স্থানীয় বাসিন্দারাও।
সাফার মা শেফালী খাতুন, পেশায় গৃহ শিক্ষিকা, জানালেন,“সাফা যখন কথা বলা শুরু করল, তখনই বুঝেছিলাম ও খুব মন দিয়ে সব কিছু দেখে ও শোনে। দেড় বছর বয়স থেকে ওকে অক্ষর–চেনা, ছবি–চেনা শেখাতে শুরু করি। ওর আগ্রহ দেখে ভিডিও পাঠিয়ে আবেদন করি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। ভাবিনি এত তাড়াতাড়ি ফল পাব। মাত্র এক মাসের মধ্যেই সার্টিফিকেট, পেন, মেডেল, আর রেকর্ডার স্বাক্ষর-সহ বই পেয়ে আমরা ভীষণ আনন্দিত।”
বাবা শরিফুল ইসলাম, পেশায় একজন কৃষক। তিনি জানান,“সাধারণ পরিবার হলেও স্বপ্ন ছিল মেয়েকে মানুষের মতো গড়ে তোলার। ছোট থেকেই সব জানতে চাইতো—পশু, ফল, সবজি থেকে দেশের নাম পর্যন্ত। জিজ্ঞেস করলেই সঙ্গে সঙ্গে বলে দিত। তখনই বুঝেছিলাম ও বিশেষ প্রতিভার অধিকারী। রেকর্ডের সার্টিফিকেট হাতে পাওয়ার দিনটি আমাদের জীবনের অন্যতম আনন্দের দিন। গ্রামের স্থানীয়দের কথায়,“এত ছোট বয়সে এমন স্মৃতি–শক্তি বিরল। সাফা আমাদের গর্ব।”
শুধু পরিবার নয়,পুরো বংশীহারী ব্লকের মহাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ সাফার এই সাফল্যে আনন্দিত ও উৎসাহিত। অনেকেই আশা করছেন, ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে এই প্রতিভাবান খুদে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here