মাত্র পাঁচ দিনেই খোলনলচে বদলালো দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের কমিটি। ৩২ থেকে সদস্য সংখ্যা এক লাফে বাড়লো ৭৪ জনে

0
351

মাত্র পাঁচ দিনেই খোলনলচে বদলালো দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের কমিটি। ৩২ থেকে সদস্য সংখ্যা এক লাফে বাড়লো ৭৪ জনে

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২০ ফেব্রুয়ারী ——– মাত্র পাঁচ দিনেই খোল নলচে বদলালো তৃণমূলের জেলা কমিটি। ৩২ জনের কমিটি লাফিয়ে বাড়লো ৭৪ জনে। ঘটনাকে ঘিরে তুমুল আলোড়ন দক্ষিন দিনাজপুরে। মঙ্গলবার বিকেলে জেলা পরিষদের সভাগৃহে চেয়ারম্যানকে পাশে বসিয়ে ৭৪ জনের ওই নতুন কমিটি ঘোষণা করেছেন জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল। যেখানে জেলা তৃণমূল সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা কুমারগঞ্জের বিধায়ক তোরাব হোসেন মন্ডল, জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা, সহকারি সভাধিপতি অম্বরিশ সরকার, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা।

লোকসভা নির্বাচনের প্রাক মুহুর্তে নিজেদের ঘর গোছাতে মাঠে নেমে ৩২ জনের একটি জেলা কমিটি ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। ১৫ ই ফেব্রুয়ারী গঙ্গারামপুরে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে যে কমিটি ঘোষণা করেন জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল। যা সামনে আসতেই প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দেন চেয়ারম্যান তোরাব হোসেন মন্ডল। শুধু তাই নয়, ঘোষিত ওই কমিটিকে পৈতৃক সম্পত্তি বলেও ব্যাখ্যা করেছিলেন তিনি। আর এরপরে মাত্র পাচ দিনের মাথায় কার্যত খোলনলচে বদলে ফেলা হয় তৃণমূলের সেই জেলা কমিটি। ৩২ জনের কমিটি একলাফে বেড়ে দাঁড়ায় ৭৪ জনে। শুধু তাই নয়, কমিটির পদাধিকারীর সংখ্যাগুলিরও ভোল বদল হয়। আগের ঘোষিত কমিটিতে কোর কমিটির উল্লেখ না থাকলেও এবারে নয়জনের কোর কমিটি করা হয়েছে। যার মাথায় রয়েছেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। বদল হয়েছে সহ-সভাপতি পদেরও। আগের কমিটিতে একজন সহ-সভাপতি থাকলেও, এবারে সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯ জনে। সাধারণ সম্পাদকের সংখ্যা এক থাকলেও সম্পাদকের সংখ্যা যেন আকাশ পাতাল বদল হয়েছে। মাত্র পাঁচ দিন আগে ঘোষিত কমিটিতে সম্পাদকের সংখ্যা ৯ জন থাকলেও, এবারে সেই সংখ্যাটি দাঁড়িয়েছে ২১ জনে। মুখপাত্র হিসাবে নাম রাখা হয়েছে জয়ন্ত দাসের। এদিন তৃণমূলের ঘোষিত এই তালিকা সামনে আসতেই রীতিমতো গুঞ্জন শুরু হয়ে গেছে খোদ দলের নেতা কর্মীদের মধ্যেই। মাত্র পাচদিনের মাথায় কিভাবে খোলনলচে বদলে যায় পুরো কমিটি তা নিয়েও শুরু হয়েছে বিস্তর জল্পনা। তবে কি গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতেই এমন ড্যামেজ কন্ট্রোল ? না নির্বাচনের আগে দলের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দেওয়া দলের চেয়ারম্যান তথা বিধায়ককে বাগে আনতেই এমন ঢালাও কমিটির ঘোষণা ? যেসব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে তৃণমূলের নেতা কর্মীদের মাথায়।

যদিও চেয়ারম্যান তোরাব হোসেন মন্ডল জানিয়েছেন, ক্ষোভ কখনোই ছিল না। নিজেদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। সকলের সম্মতি ক্রমে এবং রাজ্যের নির্দেশ মেনে নতুন এই কমিটি ঘোষণা করা হয়েছে।

দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, রাজ্যের নির্দেশে ঘোষণা হওয়া জেলা কমিটির বেশকিছু পরিবর্তন হয়েছে। ৭৪ জনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here