মাতাল চালকের দানবগতি! মুখোমুখি বাস ও ডাম্পার, হাসপাতালে ভর্তি ১০

0
221

মাতাল চালকের দানবগতি! মুখোমুখি বাস ও ডাম্পার, হাসপাতালে ভর্তি ১০

বালুরঘাট, ১১ মে —– একদিকে রোদে ঝলসে ওঠা সুনসান দুপুর, অন্যদিকে যাত্রীবোঝাই বাসে ঘরমুখো মানুষ—এই চেনা ছবিটাই আচমকা চুরমার হয়ে গেল রবিবার কুয়ারনের রাস্তায়। নালাগোলা অভিমুখী বাসটিকে মুখোমুখি ধাক্কা মারল উল্টো দিক থেকে আসা একটি ডাম্পার। প্রত্যক্ষদর্শীরা বলছেন, গাড়িটা যেন কোনও চালক নয়, চালাচ্ছিল নেশাগ্রস্ত এক মৃত্যুদূত।

প্রচণ্ড শব্দে কেঁপে উঠল চারপাশ। রক্ত, কান্না, আর গাড়ির ধ্বংসস্তূপ—সেকেন্ডের মধ্যে ছিন্নভিন্ন সব। আহতদের আর্তনাদ ছড়িয়ে পড়ল আশপাশে। বাসের সামনের দিক দুমড়ে-মুচড়ে আটকে পড়েন যাত্রীরা। স্থানীয় বাসিন্দারা ঝাঁপিয়ে পড়েন উদ্ধারকাজে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বালুরঘাট থানার আইসি ও বিশাল পুলিশবাহিনী।

আহতদের তড়িঘড়ি পাঠানো হয় বালুরঘাট জেলা হাসপাতালে। আটক করা হয়েছে ডাম্পার ও চালককে। এলাকাবাসীর অভিযোগ, চালক ছিলেন সম্পূর্ণ মাতাল। ভীম বারুই নামে এক প্রত্যক্ষদর্শীর কথায়, “চোখেমুখে নেশার ছাপ। এমন লোকের হাতে স্টিয়ারিং? প্রশাসন ঘুমোচ্ছে?”

ঘটনার পর তপন-বালুরঘাট রাজ্য সড়ক অবরুদ্ধ করে উত্তেজিত জনতা। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও প্রশ্ন থেকে যাচ্ছে—নেশার ঘোরে রাস্তায় ছুটে বেড়ানো এই ‘মৃত্যুগাড়ি’ আর কত প্রাণ কাড়বে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here