শিলিগুড়ি:-মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটিগাড়ার বিশ্বাস কলোনি এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ এক যুবককে গ্রেফতার করল।ধৃত যুবকের নাম প্রসেনজিৎ রায়।জানা গিয়েছে ধৃতের বাড়ি মাটিগাড়া বাজার এলাকায়।তবে সোমবার রাতে অভিযুক্ত মাটিগাড়া বিশ্বাস কলোনি এলাকাতে ওই আগ্নেয়াস্ত্র নিয়ে অপরাধমূলক কাজ করতে এলাকায় ঘোরাফেরা করছিল।সেই সময় মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশের কাছে খবর থাকায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবক এর আগেও একাধিক অপরাধমূলক কাজকর্মে জড়িত ছিল।ধৃতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে মাটিগাড়া থানার পুলিশ।
Home বাংলা উত্তর বাংলা মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটিগাড়ার বিশ্বাস...