মাছ প্রিয় বাঙালি মুখ ফিরিয়েচ্ছে মাছ থেকে তার ফলে চরম বিপাকে মাছ ব্যবসাীরা।

0
576

শিলিগুড়ি:-

করোনা আবহে মুখ থুবরে পড়েছে ব্যবসা,তার ওপর গোদের ওপর বিষফোঁড়া মাছ প্রিয় বাঙালি মুখ ফিরিয়েচ্ছে মাছ থেকে তার ফলে চরম বিপাকে মাছ ব্যবসাীরা।সাম পূতি গঙ্গা মৃত্যু দেহ ভেসে আসার খরবের পর থেকে মুখ থুবড়ে পরচ্ছে মাছ বিক্রিতার মাছ বিক্রি।প্রায় শূন্য মাছ বাজার গুলো।ক্রেতার আতঙ্কিত হয়ে মাছ খাওয়ার বন্ধ করে দেওয়াতে চরম আর্থিক ক্ষতি মুখে শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গের পাইকারি ও খুচরো মাছ বিক্রিতারা।সোমবার উত্তরবঙ্গের বৃহত্তম পাইকারি মাছ বিক্রির বাজার শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটের মাছ বেচা নিয়ে সাংবাদিক বৈঠকে আয়োজন করা হয়।এদিন হোলসেল ফিস মার্কটের পক্ষ থেকে বাপি চৌধুরী জানান উত্তরবঙ্গ ৭০ থেকে ৮০ শতাংশ চাষ করা মাছ বাজারে আমদানি করা হয়। তার ফলে শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের মানুষকে ভয় পাওয়ার প্রয়োজন নেই।পাশাপাশি তিনি এও দাবি করে এখনো পর্যন্ত মাছ খেয়ে কোনো অসুস্থ হওয়ার কোনো খবর নেই।পাশাপাশি তিনি এদিন সরকার ও প্রশাসনের কাছে অনুরোধ জানান বর্তমানে বাজার খোলা রাখার যে সময় সীমা দেওয়া হয়েছে,তাতে বেচা কেনার অসুবিধা মুখে ব্যবসায়ী মহল।সময় সীমা নিয়ে প্রশাসনের মহলে বিবেচনা অনুরোধ জানান বাপি চৌধুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here