‘মা’কে মাটিতে ফেলে পিটিয়ে খুন!

0
111

‘মা’কে মাটিতে ফেলে পিটিয়ে খুন! দু’মেয়ের চিৎকারেও থামল না পাষণ্ড স্বামী। রক্তাক্ত শ্বশুরবাড়ি, কাঁপল হিলি

বালুরঘাট, ২৩ জুলাই —–রক্তাক্ত শ্বশুরবাড়ি। আর্তনাদে কেঁপে উঠল গ্রাম। দু’মেয়ের চোখের সামনে ‘মা’কে মাটিতে ফেলে পিটিয়ে খুন করার অভিযোগ! আর সেই অভিযোগের আঙুল সরাসরি স্বামীর দিকেই। চাঞ্চল্যকর এই ঘটনায় স্তব্ধ দক্ষিণ দিনাজপুরের হিলি থানার শ্যামপুর। মৃতার নাম নিতু সিং ঘোষ (৩৫)। পাষণ্ড স্বামী মনোজ ঘোষ ঘটনার পর থেকেই পলাতক।

সোমবার রাত। বাবারবাড়ি মালদা থেকে শ্বশুরবাড়ি ফিরেছেন নিতু। বাড়ি ফিরে সন্ধেবেলা নেশা করে ফেরে স্বামী। শুরু হয় বচসা। অভিযোগ, সেখান থেকেই আচমকা হিংস্র হয়ে ওঠে মনোজ। নেশার ঘোরে স্ত্রীর উপর ঝাঁপিয়ে পড়ে, শুরু হয় মারধর। লাথি, ঘুষি, লোহার রড— কিছুই বাদ যায়নি! মেয়েরা বাঁচাতে গেলে তাদেরও চলে নির্যাতন।

মেয়েরা চিৎকার করে মাকে বাঁচানোর চেষ্টা করলেও, মনোজ তখন এক পাষণ্ড হত্যাকারী। রক্তাক্ত নিতু মাটিতে লুটিয়ে পড়েন। এক সময় স্ত্রী-সন্তানকে ঘর থেকে বের করে দেয় মনোজ। বাবার বাড়িতে ফোন করে অসহায় নিতু জানান, ‘‘আর বাঁচব না বোধহয়!’’ ফোন পেয়েই পরিবারের লোকেরা মালদা থেকে রওনা দেন। কিন্তু ততক্ষণে ভয়ংকর পরিণতি।

বাড়ি ফিরতেই ফের ঘরে ঢুকে স্ত্রীকে অমানুষিক ভাবে মারধর করে মনোজ। প্রতিবেশীরা চিৎকার শুনে ছুটে আসেন। রক্তাক্ত নিতুকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। চিকিৎসকেরা জানিয়েছেন, বেধড়ক পিটুনি ও অতিরিক্ত রক্তক্ষরণেই মৃত্যু।

নিতুর দিদি পূজা সিং সাহা, ভাই মনোরঞ্জন ঘোষের দাবি, ‘‘এটা কোনও দুর্ঘটনা নয়, ঠান্ডা মাথায় খুন। বিয়ের পর থেকেই বোনকে নরকযন্ত্রণা সহ্য করতে হয়েছে।’’ অভিযোগ, ‘‘থানায় একাধিকবার জানিয়েও কোনও লাভ হয়নি। অবশেষে খুনই হল নিতু।’’

ইতিমধ্যেই হিলি ও বালুরঘাট থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে হিলি থানার পুলিশ। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে।

শ্যামপুর কেঁপে উঠেছে এই নৃশংসতায়। স্তব্ধ গ্রাম। প্রতিবেশীদের চোখে শুধু আতঙ্ক। তাঁদের কথায় এতটা নিষ্ঠুর কেউ হতে পারে।
মেয়েদের চোখের সামনে লুটিয়ে পড়ল মা। তাদের চিৎকার রাতের অন্ধকার কেটেছে ঠিকই, কিন্তু মায়ের ফেরা আর হল না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here