মহিলা পুরোহিত দ্বারা সরস্বতী পুজো করা হলো কোটি বর্ষ পাবলিক স্কুল ও কে আই টি এম কলেজের যৌথ উদ্যোগে

0
345

মহিলা পুরোহিত দ্বারা সরস্বতী পুজো করা হলো কোটি বর্ষ পাবলিক স্কুল ও কে আই টি এম কলেজের যৌথ উদ্যোগে।

প্রতি বছরের মতো এবছরও কোটি বর্ষ পাবলিক স্কুল ও কে আই টি এম কলেজের যৌথ উদ্যোগে আয়োজিত করা হলো সরস্বতী পুজো। কোটিবর্ষ ইনস্টিটিউট অফ টেকনোলজি এন্ড ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে ২০০৬ সাল থেকে সরস্বতী পুজো হয়ে আসছে। পুজোর দিনে আনন্দ উৎসবে মেতে ওঠে সকলেই। সকাল সকাল সকলে সেজে গুজে স্কুলে এসে পুজোর আয়োজন করা হয় ও পুজোতে অঞ্জলী দেয়। এবারে কোটি বর্ষ পাবলিক স্কুলের ছোট ছোট শিশু ও অভিভাবক এবং স্থানীয় মানুষ জনদের নিয়ে করা হয় সরস্বতী পুজো। এবছর যাদবপুর ইউনিভার্সিটি থেকে সংস্কৃত অনার্স এর ছাত্রী তথা কোটিবর্ষ পাবলিক স্কুলের শিক্ষিকা দ্বারা সরস্বতী পুজো করানো হয়। পুজোকে কেন্দ্র করে ছোট ছোট শিশুরা খেলাধুলার পাশাপাশি আনন্দ উৎসবে মেতে উঠে। পুজো শেষে স্কুল ছাত্র ছাত্রী, অভিভাবক, স্থানীয় বাসিন্দাদের খিচুড়ি খাওয়ানো হয়।

এই বিষয়ে কোটিবর্ষ পাবলিক স্কুলের ভাইস চেয়ারম্যান অমৃতা বন্দোপাধ্যায় জানিয়েছেন আমরা আমাদের স্কুল ও কলেজের যৌথ উদ্যোগে প্রতি বছরের মতো এবারও সরস্বতী পুজোর আয়োজন করা হয়। আমরা এই দিনটিকে স্মরণীয় করতে নিষ্ঠার সঙ্গে পুজোতে মেতে উঠি। এই দিনে সকলে ভীষণ আনন্দ উৎসবে মেতে ওঠে। আমরা আমাদের স্কুল শিক্ষিকা দ্বারা সরস্বতী পুজো করা হয়েছে।

এই বিষয়ে স্কুল শিক্ষিকা তথা পুরোহিত জানিয়েছেন আজকে আমাদের স্কুলের পুজোতে আমাকে পুজো করতে দেওয়ার সুজিক করে দেওয়ায় ভীষণ খুশি। আমার সহ কর্মীরা ও স্কুল ছাত্র ছাত্রীরা আমাকে ভীষণ ভাবে সহযোগিতা করেছে। সমস্ত নিয়ম মেনে নিষ্ঠার সঙ্গে পুজো সম্পূন্ন করেছি।

সরস্বতী পুজোকে কেন্দ্র করে খুশিতে আত্মহারা স্কুল ছাত্র ছাত্রীরা। এই বিষয়ে প্রিথা মৈত্র ও তার বান্ধবীরা জানিয়েছেন আমরা সকাল সকাল সেজে গুজে পুজোতে অঞ্জলী দিয়েছি, খিচুড়ি খেয়েছি, অনেক অনেক আনন্দ করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here