মহিলা পকেটমারের তান্ডব বোল্লা মেলায়! পুলিশের কড়া ধড়-পাকড়, গ্রেফতার ৭১
বালুরঘাট, ৮ নভেম্বর —–মহিলা পকেট মারের দৌরাত্ম্য! বোল্লায় পুজো দিতে আসা ভক্তদের সোনার গহনা, মানিব্যাগ ও মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো ২০ জন মহিলা সহ মোট ৭১ জন। যাদের বিরুদ্ধে ছিনতাই, পকেটমার সহ বেশকিছু অভিযোগ রয়েছে। ধৃতদের অধিকাংশই ভিনরাজ্য ও ভিন জেলার। শনিবার ধৃতদের বালুরঘাট জেলা আদালতে পাঠিয়েছে বোল্লা অস্থায়ী থানার পুলিশ। উত্তরবঙ্গের অন্যতম ও বৃহত্তম প্রাচীন মেলা হিসেবে পরিচিত বালুরঘাট ব্লকের বোল্লা কালীর পুজো ও তাকে ঘিরে তিনদিনের বিরাট মেলা। শুক্রবার রাতের পুজোকে ঘিরে জেলা ছাড়িয়ে পাশ্ববর্তী জেলা, প্রতিবেশী রাজ্য সহ গোটা দেশের বিভিন্ন প্রান্তের লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। আর এই সুযোগ নিয়েই এই মেলায় হাজির হয় পুরুষ ও মহিলা পকেট মারেরা। ভক্তদের অসাবধানতা ও ভিড়ের সুযোগ নিয়ে সোনার গহনা, টাকার ব্যাগ ও মোবাইল মুহুর্তেই হাতিয়ে নেয় এই পকেটমারের দল। যদিও এসব রোধে সাদা পোশাকের বহু পুলিশ মেলায় মোতায়েন করেছে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। শুধু তাই নয় এই কয়েকদিন অস্থায়ী থানা নির্মান করেও কাজ করে পুলিশ। শুক্রবার পুলিশের সেই অভিযানে উঠে আসে একাধিক সফলতা। ২০ জন মহিলা সহ ৭১ জনকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ। যাদের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ টাকা, সোনার গহনা সহ বেশকিছু সামগ্রী।
ডিএসপি সদর বিক্রম প্রসাদ জানিয়েছেন, রাতভর পুলিশের বিশেষ অভিযানেই এসেছে এই সফলতা।

















