মহিলারদের স্বনির্ভর করতে তুলতে অভিনব উদ্যোগ উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের।সচেতনতার পাশাপাশি রয়েছে খরচের চিন্তা।আর এর কারণে স্যানেটারি ন্যাপকিনের ব্যবহার এখনো অনেক কম রাজ্য জুড়ে বিশেষ করে গ্রামাঞ্চল গুলিতে।এই নিয়ে মহিলাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে স্যানেটারি প্যান্ড নির্মান প্রকল্প। গোয়ালপোখর দুই নং ব্লকের চাকুলিয়াতে নেওয়া হয়েছে স্যানেটারি ন্যাপকিন নির্মাণ প্রকল্প।এই জন্য সংঘের মহিলাদের নিয়োজিত করা হয়েছে।এলাকায় থাকা কর্মতির্থ ভবনে শুরু হয়েছে কুলিক সাথি নামে প্রকল্পের সূচনা। নেওয়া হয়েছে স্যানেটারি প্যাড নির্মাণের যন্ত্রপাতি।উদ্যোগ খতিয়ে দেখতে আসে জেলার জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা।এছাড়াও ছিলেন অতিরিক্ত জেলাশাসক মানস মন্ডল,বিডিও শ্যাম মন্ডল সহ অন্যান্যরা।এই ন্যাপকিন নির্মাণের প্রয়জনিও ব্যবস্থা খতিয়ে দেখেন তারা।এই জন্য সংঘের মহিলার সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।আগামীতে সব ধরনের সহযীগিতা করা হবে বলে জানান জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা।
বাইট :-সুরেন্দ্র কুমার মিনা