মহিলাদের নিয়ে অশালীন ও কুরুচিকর মন্তব্য করে বিতর্কে জড়ালেন দক্ষিণ দিনাজপুরের এক শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক ও তৃণমূল শিক্ষক নেতা

0
109

ভাইরাল অডিও না এআই-চক্রান্ত!মহিলাদের ‘অশালীন মন্তব্য’ ঘিরে তোলপাড় দক্ষিণ দিনাজপুর, বিতর্কের কেন্দ্রে শিক্ষারত্ন প্রাপক শিক্ষক ও তৃণমূল শিক্ষক নেতা

বালুরঘাট, ২৭ ডিসেম্বর —– মহিলাদের নিয়ে অশালীন ও কুরুচিকর মন্তব্য করে বিতর্কে জড়ালেন দক্ষিণ দিনাজপুরের এক শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক ও তৃণমূল শিক্ষক নেতা। অডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শনিবার সকাল থেকে ব্যাড পলিটিক্স নামে একটি ফেসবুক পেজ থেকে যে অডিও ভাইরাল হতেই তুমুল চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় গোটা দক্ষিণ দিনাজপুরে।ভাইরাল হওয়া ওই অডিও বার্তায় কুশমন্ডির বাসিন্দা তথা শিক্ষারত্ন প্রাপক শিক্ষক সাজেদার রহমান এবং দক্ষিণ দিনাজপুর তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি রাজনারায়ণ গোস্বামীর কথোপকথনের দাবি করা হয়েছে। অডিওতে প্রাথমিক বিদ্যালয়ের জেলা ক্রীড়া প্রতিযোগিতায় মহিলাদের দিয়ে পরিকল্পিতভাবে দু’দিনের দৌড় করানোর প্রসঙ্গ উঠে আসে। সেই দৌড়ে উপস্থিত পুরুষ শিক্ষক ও পুরুষ অভিভাবকরা কীভাবে ‘আনন্দ’ নেবেন, তার ব্যাখ্যাও শোনা যায় বলে অভিযোগ। আরও দাবি, কথোপকথনের এক পর্যায়ে শিক্ষারত্ন প্রাপক শিক্ষক ওই মন্তব্যে সহমত প্রকাশ করে বলেন, “মনোরঞ্জনের দরকার আছে, একদম সঠিক কাজ হয়েছে।”
যে অডিওটি প্রকাশ্যে আসতেই জেলা জুড়ে তুমুল সমালোচনার ঝড় ওঠে। বিজেপি এই ঘটনাকে হাতিয়ার করে শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে।
দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির মহিলা নেত্রী পূর্ণিমা মহন্ত বলেন, “এই রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই, সম্মানও নেই। যে দল মহিলাদের সম্মান দিতে জানে না, তাদের কাছ থেকে সুশাসন আশা করা যায় না। একজন শিক্ষক নেতা যদি এমন কথা বলেন, তাহলে সেই শিক্ষকের কাছে পড়ুয়াদের ভবিষ্যৎ কী হবে? সমাজ গড়ার কারিগররাই যদি এমন মানসিকতা দেখান, তাহলে দলের আসল চরিত্র পরিষ্কার হয়ে যায়।
তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি রাজনারায়ণ গোস্বামী। তাঁর সাফ দাবি, “এই অডিও সম্পূর্ণ ভুয়ো। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে পরিকল্পিতভাবে আমাকে এবং সংগঠনকে বদনাম করার চেষ্টা চলছে। শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত বলেই আমাকে টার্গেট করা হয়েছে।” তিনি জানান, বিষয়টি ইতিমধ্যেই দলের নেতৃত্বকে লিখিতভাবে জানিয়েছেন এবং সংশ্লিষ্ট ‘ব্যাড পলিটিক্স’ ফেসবুক পেজের বিরুদ্ধে সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন।

ভাইরাল অডিওর সত্যতা যাচাই এখনও হয়নি। তবে শিক্ষক সমাজের সঙ্গে যুক্ত দুই পরিচিত নাম জড়িয়ে পড়ায় অস্বস্তিতে শাসক শিবির। রাজনৈতিক মহলের ধারণা, তদন্তের ফল যাই হোক, এই বিতর্ক যে আগামী দিনে জেলা রাজনীতিতে আরও উত্তাপ ছড়াবে, তা প্রায় নিশ্চিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here