বালুরঘাট, ২৭ জানুয়ারী —– গণতন্ত্রের প্রতিষ্ঠা দিবসেই গণতন্ত্র আজ সংকটের মুখে—এই বার্তা ছড়িয়ে দিতে মশাল হাতে রাজপথে নামল তৃণমূল কংগ্রেসের কৃষক সংগঠন। সোমবার ২৬ জানুয়ারিকে সামনে রেখে বালুরঘাট শহরজুড়ে এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়ার বিরুদ্ধে এক বিশাল মশাল মিছিলের আয়োজন করে বালুরঘাট ব্লক কিষাণ খেত মজদুর সংগঠন।
হিলি মোড় এলাকা থেকে শুরু হওয়া এই মিছিল মশালের আলোয় গোটা শহর পরিক্রমা করে শেষ হয় থানা মোড়ে। সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। যেখানেই গর্জে ওঠে শাসকদলের কৃষক সংগঠনের নেতৃত্বরা। প্রথম থেকে মিছিলের পুরোভাগে থেকে নেতৃত্ব দেন সংগঠনের
জেলা সভাপতি সাহেনশা মোল্লা। এদিন কৃষক সংগঠনের জেলা সভাপতি ছাড়াও মিছিলে পায়ে পা মেলান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক অশোক মিত্র, ব্লক সভাপতি মলয় মণ্ডল, টাউন সভাপতি সুভাষ চাকি, মহিলা নেত্রী স্নেহলতা হেমব্রম, কিষাণ খেত মজদুরের ব্লক সভাপতি বিপ্লব দেবনাথ-সহ বহু নেতা-কর্মী।
মশাল মিছিল থেকে সাহেনশা মোল্লা অভিযোগ করেন, এসআইআর-এর নামে ভোটাধিকার কেড়ে নেওয়ার গভীর চক্রান্ত চলছে। সাধারণ মানুষের কাছে একের পর এক নথি চেয়ে তাঁদের হয়রানি করা হচ্ছে। বিজেপি গণতন্ত্রকে খুন করার পথে হাঁটছে।
অশোক মিত্র বলেন, “বিধানসভা নির্বাচনের আগে পরিকল্পিতভাবে মানুষকে আতঙ্কিত করা হচ্ছে। কাগজের জুলুম চালিয়ে ভোট লুটের ছক কষা হয়েছে। এই অন্যায়ের বিরুদ্ধে তৃণমূল রাস্তায় থেকেই লড়াই চালাবে।
তৃণমূলের দাবি, জেলাজুড়ে প্রতিদিনই এসআইআর সংক্রান্ত হয়রানিতে বাড়ছে ভুক্তভোগীর সংখ্যা। বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলেও অভিযোগ। একইসাথে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা।
মশালের আগুনে আলোকিত বালুরঘাটের রাজপথে এদিন যেন স্পষ্ট হয়ে ওঠে রাজনৈতিক বার্তা—গণতন্ত্র রক্ষার লড়াই আরও তীব্র হবে। এসআইআর ইস্যুকে কেন্দ্র করে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ইঙ্গিত দিয়ে সভা শেষ করে তৃণমূলের কৃষক সংগঠন।























