মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বংশীহারী থানার অন্তর্গত ধুমসাদিঘী এলাকায়।
মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম তন্ময় সরকার বয়স ২৫ বছর বাড়ি বংশীহারী থানার অন্তর্গত পাথরঘাটা এলাকায়। সূত্রে জানা গিয়েছে এনএইচ ৫১২ নম্বর জাতীয় সড়কে একটি মাছ বোঝাই পিকআপ গাড়ি প্রচণ্ড দ্রুত গতিতে বুনিয়াদপুর থেকে ধুমসাদীঘি যাবার পথে উল্টো দিক থেকে একটি বাইক বুনিয়াদপুরের দিকে আসার পথে ধুমসাদীঘি এলাকায় দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে যান বংশীহারী থানার পুলিশ। পুলিশ ওই বাইক আরোহীকে উদ্ধার করে নিয়ে আসে রশিদপুর গ্রামীণ হাসপাতালে। হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর ওই যুবককে মৃত বলে ঘোষণা করা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন। স্থানীয়দের অভিযোগ মাছ বোঝাই পিকআপ গাড়ির প্রচণ্ড দ্রুত গতির কারণেই এরকম দুর্ঘটনা বার বার ঘটে চলেছে।
এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা গৌতম কুমার মণ্ডল অভিযোগ করেন জানিয়েছেন আমাদের এখানে মাছ বোঝাই পিকআপ ভ্যানের দ্রুত গতির কারণে বহু দূর ঘটনা ঘটেই চলেছে। আজকে সন্ধ্যা ৭ টা নাগাদ ধুমসাদীঘি এলাকায় এক যুবকের মৃত্যু হয় পিকআপ দুর্ঘটনায়। আমরা চাই এখানে বেড়িগেট দেওয়া হোক আর মাছ বোঝাই পিকআপ ভ্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।






















