মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধার। চাঞ্চল্যকর ঘটনা বংশীহারী থানার অন্তর্গত বংশীহারী মিলপাড়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই বৃদ্ধার নাম হাফেজ বেওয়া, বয়স ৭০ বছর, বাড়ি বংশীহারী মিলপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত ওই বৃদ্ধা আনুমানিক সকাল ১০ টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে বংশীহারী বাজারের দিকে আসছিল। আসার পথে বংশীহারী মিলে একটি লড়ি ধর্ম কাটা থেকে কাটা করে রাস্তায় বের হচ্ছিল। লড়িটি মিল থেকে বাইরে বের হওয়ার সময় বয়স্ক বৃদ্ধাটি ধাক্কা খেয়ে প্রথমে রাস্তায় লুটিয়ে পড়ে। লড়ি চালক বুজতে না পারার কারণে লরিটি ব্রেক না করায় বৃদ্ধা টির মাথার উপর দিয়ে লড়ির চাকা পেরিয়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বৃদ্ধার। মৃত বৃদ্ধা বহু দিন ধরে তৃণমূল দলের কর্মী হিসাবে পরিচিতি রয়েছে তার। বংশীহারী ব্লকের তৃণমূল কর্মীরা এই বৃদ্ধাকে মমতা বুড়ি নামেই চেনেন। তৃণমূল দলের সমস্ত রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত থাকতে বলে তৃণমূল দলের কর্মী সূত্রে খবর। দুর্ঘটনা ঘটার পর স্থানীয় এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে মৃতদেহ উটাতে দিতে চাইছেন না। এরকম একটি জনবহুল এলাকায় মিলের ভিতরে ধর্ম কাটাটি বন্ধ করতে হবে, তা নাহলে অবিলম্বে আন্দোলনে নামতে বাধ্য হবে স্থানীয় বাসিন্দা সূত্রে অভিযোগ। ঘটনার খবর পেয়ে খটনাস্থলে ছুটে আসে বংশীহারী থানার পুলিশ। পুলিশের তৎপরতায় স্থানীয় বাসিন্দাদের সান্তনা দিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রশিদপুর হাসপাতালে। রশিদপুর হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন। এখন দেখার এটাই বংশীহারী মিল পাড়ার এই ধর্ম কাটাটি বন্ধ হবে নাকি এরকম আরো দুর্ঘটনার শিকার হতে হবে বংশীহারীর বাসিন্দাদের এখন এটাই দেখার।
এই বিষয়ে মৃত বৃদ্ধার আত্মীয় সাবিনা পারভিন ও গোলাম মোস্তফা জানিয়েছেন আমাদের দাদি বাই থেকে বেরিয়ে বংশীহারী বাজারের দিকে আসছিল সকাল ১০ টার সময়। ঠিক সেই সময় ধর্ম কাটা থেকে একটি লড়ি কাটা করে বের হওয়ার সময় লরির তোলে ঢুকে পড়ে দিদা। তার পর লড়ীর তুলে পৃষ্ট হয়ে মৃত্যু হয় আমাদের দিদার। অসতর্কতার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে আমাদের দাদির সঙ্গে। এরকম আর কারো দুর্ঘটনা না ঘটে এটাই আমরা চাই।