মর্মান্তিক দুর্ঘটনা! কর্তব্যরত অবস্থায় কাঁটাতারের উপর পড়ে গিয়ে সরকারি রাইফেলের গুলিতে মৃত্যু বিএস এফ সেনা জওয়ানের। শোকের আবহ কুমারগঞ্জের এলেন্দরীতে

0
347

মর্মান্তিক দুর্ঘটনা! কর্তব্যরত অবস্থায় কাঁটাতারের উপর পড়ে গিয়ে সরকারি রাইফেলের গুলিতে মৃত্যু বিএস এফ সেনা জওয়ানের। শোকের আবহ কুমারগঞ্জের এলেন্দরীতে

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৯ ফেব্রুয়ারী ——- মর্মান্তিক দুর্ঘটনা! কর্তব্যরত অবস্থায় কাঁটাতারের উপর পড়ে গিয়ে নিজের কাছে থাকা সরকারী রাইফেলের গুলিতে গুলিবিদ্ধ হলেন এক বিএসএফ সেনা জওয়ান। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের এলেন্দরী সীমান্তের। পুলিশ জানিয়েছে মৃত ওই সেনা জওয়ানের নাম ছোটু রাম জাঠ (৪২)। বাড়ি রাজস্থানের আজমীরে। ৯১ নম্বর বিএসএফে কর্মরত ছিলেন তিনি। রবিবারই ছিল তার ২২ বছর কর্মজীবনের শেষ দিন। ঐদিন রাতে কাজ সেরে সোমবার রাজস্থানে বাড়ির উদ্দেশ্যে যাবার কথা ছিল তার। কিন্তু ঠিক তার আগের রাতেই ঘটে যায় মর্মান্তিক সেই ঘটনা। বিএস এফ ও পুলিশ সুত্রের খবর অনুযায়ী, ওইদিন রাতে সাইকেল নিয়ে সীমান্তে পেট্রোলিং করছিলেন ওই সেনা জওয়ান। যে সময় অসবাধনতাবশত: কারনে কাটাতারের উপর পড়ে যান ওই বিএসএফ জওয়ান। ঠিক সেই সময় তার বুকে থাকা সরকারী রাইফেল থেকে বেরিয়ে আসে বেশ কয়েক রাউন্ড গুলি। যার দুটি মাথায় লেগে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই সেনা জওয়ান। এরপর তড়িঘড়ি কুমারগঞ্জ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা ওই বিএসএফ জওয়ানকে মৃত বলে ঘোষণা করেন। যে ঘটনা সামনে আসতেই রীতিমত শোকের আবহ তৈরি হয়েছে ৯১ বিএসএফ ব্যাটেলিয়নের জওয়ানদের মধ্যে। যদিও এদিন ওই মৃত বিএসএফ জওয়ানের দেহ ময়নাতদন্তের পরেই বালুরঘাট থেকে হেলিকপ্টারে করে রাজস্থানে পাঠাবার যাবতীয় উদ্যোগ নিয়েছে ৯১ নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের পদস্থ কর্মকর্তারা। যদিও এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চান নি বিএস এফের আধিকারিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here