ময়ূরপঙ্খী সুনাঝুরি থিমে গঙ্গারামপুর ইউথ ক্লাবের দুর্গাপূজাতে

0
61

ময়ূরপঙ্খী সুনাঝুরি থিমে গঙ্গারামপুর ইউথ ক্লাবের ৫৪ তম বর্ষের দুর্গাপূজাতে থাকছে চমক
শীতল চক্রবর্তী, বালুরঘাট, ২৩ সেপ্টেম্বর :দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভার ৮নম্বর ওয়ার্ডের ইন্দ্রনারায়ণপুর কলোনির ইউথ ক্লাব এবছর ৫৪তম বর্ষে আয়োজিত দুর্গাপুজোয় হাজির করেছে এক অভিনব থিম“ময়ূরপঙ্খী সুনাঝুরি” থিমকে সামনে রেখে প্রতিমা,প্যান্ডেল ও আলোকসজ্জায় থাকছে বিশেষ চমক।বিশ্বরূপে মা দুর্গার প্রতিমা দর্শকদের নজর কাড়বে বলেই আয়োজকদের দাবি। পাশাপাশি চন্দননগরের আদলে আলোকসজ্জাও পুজোমণ্ডপকে দেবে এক অনন্য মাত্রা।তবে বিশেষত্বের জায়গায় রয়েছে স্থানীয় শিল্পীদের অবদান।প্যান্ডেল থেকে প্রতিমা ও আলোর সজ্জা—সবই তৈরি হচ্ছে তাঁদের হাতেই।
ক্লাবের অন্যতম সদস্য তথা ওয়ার্ড কাউন্সিলর আশুতোষ ধর, ইউথ ক্লাবের পুজো কমিটির সহ-সম্পাদক কৌশিক সাহা ওরফে হ্যালোরা জানিয়েছেন, “প্রতিবছরই আমাদের দুর্গাপুজোয় কিছু না কিছু চমক থাকে।এবছরও ব্যতিক্রম নয়।প্রতিমা, প্যান্ডেল ও আলোকসজ্জায় দর্শকরা নতুনত্ব খুঁজে পাবেন।”
এছাড়াও দুর্গাপুজোকে ঘিরে থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ আয়োজন, যা এলাকায় উৎসবের আমেজ আরও বাড়িয়ে তুলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here