মন্ত্রী মাঠে, শহর উৎসবে। চেয়ারম্যান কাপ নিয়ে বালুরঘাটে ক্রিকেট মহোৎসব
বালুরঘাট, ২০ এপ্রিল —— ক্রিকেট যেন শুধু খেলা নয়, আবেগ, উন্মাদনা, আর নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার এক হাতিয়ার। ঠিক সেই আবেগেই জমে উঠল বালুরঘাট টাউন ক্লাবের মাঠ। রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের হাত ধরে শনিবার পর্দা উঠল বহুল প্রতীক্ষিত ‘চেয়ারম্যান কাপ ২০২৫’-এর। উদ্বোধনে মন্ত্রী নিজে হাতে বল করে মাঠে নামালেন প্রেরণার প্রথম ডেলিভারি।
বালুরঘাট ক্রিকেটার্স একাডেমির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে দক্ষিণ দিনাজপুর ছাড়াও মালদা ও উত্তর দিনাজপুরের আটটি দল অংশগ্রহণ করছে। প্রথম দিনের দিবারাত্রি প্রীতি ম্যাচে জার্নালিস্ট ক্লাব হারায় প্রেস ক্লাব ও চেয়ারম্যান একাদশকে, জয় ছিনিয়ে নেয় গর্বের সাথে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ পুরসভার কাউন্সিলররা। জনসমাগম, উচ্ছ্বাস আর করতালিতে টাউন ক্লাব যেন হয়ে উঠেছিল ক্রীড়ার এক উৎসব প্রাঙ্গণ।
চেয়ারম্যান অশোক মিত্র বলেন, “খেলাধুলাই পারে শরীর ও মনকে গঠন করতে। সেই চেতনায় তিন বছর ধরে এই আয়োজন।”
মন্ত্রী বিপ্লব মিত্র জানান, “আজকের প্রজন্মকে মাঠমুখী করতে এরকম টুর্নামেন্ট আরও বেশি হওয়া দরকার। ক্রীড়ার মাধ্যমে গড়ে উঠুক সুস্থ সমাজ।”
চেয়ারম্যান কাপ আজ শুধু একটি প্রতিযোগিতা নয়—এটি বালুরঘাট শহরের প্রাণের স্পন্দন, মাঠে ফেরা স্বপ্নের নতুন ছক।