স্বচ্ছ ভারত মিশন ও মিশন নির্মল বাংলা প্রকল্পকে সামনে রেখে বুনিয়াদপুর সুকান্ত ভবনে রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না ও রাজ্যের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের উপস্থিতিতে জেলার বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষজনদের সুবিধার্থে বেশ কয়েকটি প্রকল্পের শুভ সূচনা করা হলো।
এদিন প্রদীপ পজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়, ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয় মঞ্চে অতিথিদের। রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বেচারাম মান্না ও ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের উপস্থিতিতে দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকার জন্য বরাদ্দ অর্থে স্বচ্ছ ভারত মিশন ও মিশন নির্মল বাংলা প্রকল্পের অধীনে বেশ কয়েকটি প্রকল্পের ভার্চুয়ালি শুভ সূচনা করা হলো। এদিন সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক, জেলা পরিষদের সভাধিপতি, সভাধিপতি, জেলা তৃণমূল সভাপতি এছাড়াও মহকুমা শাসক পি প্রমোথ। এদিন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না মঞ্চের বক্তব্য দিতে গিয়ে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় শহর এলাকার পাশাপাশি গ্রাম্য এলাকার মানুষজনদের কিভাবে সব রকম পরিষেবা পৌঁছে দেওয়া যায় সেই কাজ করে চলেছেন। সেই জন্যই আমরা আজকে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর সুকান্ত ভবনে মিশন নির্মল বাংলা ও স্বচ্ছ ভারত মিশনকে সামনে রেখে বেশ কয়েকটি প্রকল্পের শিলানাস করা হলো। আমরা একদিকে যেমন শহর থেকে গ্রাম সব জায়গাতেই প্লাস্টিক যত দ্রব্য ব্যবহার কিভাবে কমানো যায় সেই দিকটি মাথায় রেখে প্রতিনিয়ত কাজ করে চলেছি। তেমনি প্রত্যন্ত গ্রাম এলাকার মানুষ জনেরা যত্রতত্র মল মূত্র ত্যাগ না করে সেই দিকটি মাথায় রেখে পাকা শৌচাগার নির্মাণের জন্য জোর দেওয়া হয়েছে। এখানে আজকে দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে উপপ্রধান এছাড়াও পঞ্চায়েত সমিতির সভাপতি সহ-সভাপতি রা উপস্থিত আছে।তাদের সকলকে আমরা এই দিকগুলি মাথায় রাখতে বলেছি।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, আজকে আমরা দক্ষিণ দিনাজপুর জেলায় বুনিয়াদপুর সুকান্ত ভবনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অত্যন্ত গ্রাম এলাকার মানুষজনদের নিয়ে স্বচ্ছ ভারত মিশন ও মিশন নির্মল বাংলা এই দুটি প্রকল্পকে সামনে রেখে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই আমরা আজকে এসেছিলাম আমাদের সাথে রাজ্যের আর এক ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র উপস্থিত ছিলেন। আমরা যেমন প্লাস্টিক বর্জ্য ব্যবহার নিয়ন্ত্রণে রাখতে পারি সেই দিক থেকেও প্রশাসনকে নজর রাখতে হবে। এছাড়াও যেসব প্লাস্টিক নির্মাণকারী সংস্থা রয়েছে তাদের যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
এ বিষয়ে রাজ্যের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন, আজকে বুনিয়াদপুর সুকান্ত ভবনে আমরা সকলে একটি সেমিনারে যোগ দিয়েছি। যেখানে মিশন নির্মল বাংলা ও স্বচ্ছ ভারত মিশন এই দুটি প্রকল্পকে সামনে রেখে সেমিনারের আয়োজন করা হয়েছিল।