গঙ্গারামপুর পুরসভার ৮নম্বর ওয়ার্ডের ইয়ুথ ক্লাবের দুর্গাপুজোর থিম বিশ্বরূপে দেবী দুর্গা, মন্ত্রী বিপ্লব মিত্রের হাত ধরে খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার সূচনা হলো, তারাই হবে জেলা সেরা দাবি ক্লাব কর্তৃপক্ষের শীতল চক্রবর্তী বালুরঘাট ২৭ জুলাই দক্ষিণ দিনাজপুর।খুঁটি পূজার মধ্য দিয়ে ৫৩তম বর্ষে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে ৮নম্বর ওয়ার্ডের ইন্দ্রনারায়নপুর কলোনি ইয়ুথ ক্লাবের ক্লাবের দুর্গা পুজোর কাজের সূচনা করলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র।এবার ইয়ুথ ক্লাবের ক্লাবের পুজোর থিম বিশ্বরূপে দেবী দুর্গা।সবেতেই থাকবে চমক বলে জানালেন পুজো কমিটির উদ্যোক্তারা, ক্লাবের পুজোর প্রশংসা করলেন রাজ্যের মন্ত্রীও। গঙ্গারামপুর পুরসভার ৮নম্বর ওয়ার্ডের বড় বাজারে অবস্থিত ইন্দ্রনারায়নপুর কলোনির ইয়ুথ ক্লাব নামে এই ক্লাবটি।সারা বছর তারা সমাজসেবা মুলক কাজ করে যান সব সময়।এবারে তাদের দুর্গা পুজো ৫৩বছরে পা দিল।একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে রবিবার দুপুরে খুঁটি পূজার সূচনা করেন হরিরামপুরের বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র।সেখানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ইয়ুথ ক্লাবের অন্যতম সদস্য কাঞ্চন সেন,ইয়ুথ ক্লাবের সম্পাদক রঞ্জিত ব্রহ্ম, ক্লাবের পুজো কমিটির সম্পাদক কৌশিক সরকার ওরফে বাপ্পা, যুগ্ম সম্পাদক প্রদীপ সাহা, সভাপতি চন্দন সেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র বলেন,”প্রতিবছর এই ক্লাবের পূজো সকলের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়।এবারও সেটাই হবে বলে মনে করছি।” ক্লাবের অন্যতম সদস্য কাঞ্চন সেন বলেন,”আমাদের ৫৩ তম বর্ষের পূজোতেও থাকতে বিশেষ আকর্ষণ। মন্ত্রী উপস্থিতিতেই পূজোর উদ্বোধন এবং রাজ্য সরকারের একাধিক উন্নয়নে তুলে ধরা হবে পুজোর মধ্যে দিয়ে। পুজোর দর্শনার্থীরা আমাদের পুজো দেখে আনন্দিত হবে।” তাদের পুজো এবারও হবে জেলার সেরা,দাবি করেছেন ক্লাব কর্তৃপক্ষ।