জলপাইগুড়ি:-
জানা গিয়েছে, শুক্রবার রাত আনুমানিক বারোটা নাগাদ ক্রান্তি ব্লকের এই বাজারে থাকা একটি দোকান থেকে আগুন বের হতে দেখেন স্থানীয়রা। দ্রুত আগুন ছড়িয়ে যায় পাশাপাশি তিনটি দোকানে। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান । খবর দেওয়া হয় ময়নাগুড়ি দমকল কেন্দ্রেও। খবর পেয়ে ময়নাগুড়ি দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে আসে ক্রান্তি ফাঁড়ির পুলিশও। তার আগেই বাজারের তিনটি দোকান পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও একাধিক দোকান। সব মিলিয়ে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক অনুমান। পাশাপাশি আগুনা কিভাবে লাগলো তা নিয়েও ধোয়াশা তৈরী হয়েছে।