মদ্যপ বাবা গুলি করে মেরে ফেলল নিজের চার বছরের শিশু সন্তানকে।

0
654

গৌতম পাল, উত্তর দিনাজপুর:-মদ্যপ বাবা গুলি করে মেরে ফেলল নিজের চার বছরের শিশু সন্তানকে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের ঝিটকিয়া গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চানচাঞ্চল্য ও উত্তেজনা দেখা দিয়েছে এলাকায়। পলাতক খুনী বাবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার রাত সাড়ে ১১ টা নাগাদ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের ৮নং বাহীন গ্রাম পঞ্চায়েতের ঝিটকিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে ।গুলিবিদ্ধ অবস্থায় শিশুটিকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এলাকার বাসিন্দারা নিয়ে আসার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে ঘাতক পিতা পলাতক।

হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম সাহিল শেখ(৪)। অভিযোগ এদিন রাতে নিজের ছেলেকে মাথায় গুলি করে তার বাবা নাস্তার আলি। স্থানীয় বাসিন্দারাই গুলিবিদ্ধ শিশুকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষন বাদেই মৃত্যুর কোলে ঢলে পড়ে চার বছরের শিশু সাহিল। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ।
মৃত শিশুর মামা শামসুদ্দিন আহমেদ জানিয়েছেন, “, বিয়ের পর থেকেই নানাভাবে স্ত্রীর সঙ্গে বিবাদ লেগে থাকত নাস্তারের। কিছুদিন ধরেই তা চরমে ওঠে। এদিকে আজ মদ্যপ অবস্থায় নাস্তার আলি তার ছেলেকে খুন করে বলে অভিযোগ.
সে আরও জানিয়েছে, ওই শিশুর মাকে বিয়ের পর থেকেই মাঝেমধ্যেই বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিত সে।টাকা আনতে রাজি না হলে তাকে খুনের হুমকি দিতো তার স্বামী নাস্তার আলি। এদিনও বাপের বাড়ি থেকে টাকা আনার ব্যাপারে গন্ডগোলকে কেন্দ্র করেই স্ত্রীকে খুন করতে গিয়েই নিজের শিশুকে খুন করেছে নাস্তার, এমনই অভিযোগ উঠেছে।
এদিকে রাতে গুরুতর যখম শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ওই শিশুকে মৃত বলে ঘোষনা করে। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ এসে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। মৃতদেহটি রায়গঞ্জ মেডিকেলের মর্গে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত শিশুর বাবা নাস্তার আলি পলাতক। ঘাতক বাবা নাস্তার আলির খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here