মদ্যপ টোটো চালকের দৌরাত্ম্য, আতঙ্কিত বালুরঘাট! জখম এক। প্রশ্নে চিহ্নে নিরাপত্তা
বালুরঘাট, ৬ মে ——– ভরদুপুরে শহরের রাস্তায় কার্যত তাণ্ডব চালাল এক মদ্যপ টোটো চালক। মঙ্গলবার বালুরঘাটের পশু হাসপাতাল সংলগ্ন এলাকায় এক যাত্রীবাহী টোটোর সঙ্গে সংঘর্ষে আহত হলেন গৌরাঙ্গ গায়েন নামে অপর এক টোটো চালক। জানা গিয়েছে, পাটনায় পায়ের অস্ত্রোপচার সেরে ফিরছিলেন মঙ্গলপুরের এক ব্যক্তি। স্টেশন থেকে টোটো ধরে বাড়ি ফেরার পথে অভিযাত্রী ক্লাব সংলগ্ন চারমাথা মোড়ে দুর্ঘটনার কবলে পড়েন তিনি ও তাঁর পরিবার।
ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীদের দাবি, টাউন ক্লাব দিক থেকে দ্রুতগতিতে আসা মদ্যপ চালক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারেন অপর টোটোটিকে। চালক গৌরাঙ্গ গায়েনের ডান হাতে কাঁচ ঢুকে যায়, টোটোর সামনের অংশ ও লোহার রড ভেঙে চুরমার হয়ে যায়। আহত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় বালুরঘাট জেলা হাসপাতালে।
গৌরাঙ্গবাবুর অভিযোগ, ‘‘দুপুরে অনেক টোটো চালক মদ্যপান করে গাড়ি চালাচ্ছেন। আমরা চরম সমস্যায় পড়ছি।’’ তিনি প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
ঘটনার খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। জানা গিয়েছে, ধৃত চালক স্বীকার করেছেন তিনি মদ্যপ অবস্থায় ছিলেন।
শুধু তাই নয়, দু’দিন আগেও এক মদ্যপ টোটো চালক যাত্রীর সঙ্গে বচসায় ছুরি বের করে হুমকি দেন। দুই ঘটনাতেই টোটোর নম্বরপ্লেট ছিল না। ফলে চিহ্নিত করা দুষ্কর। শহরের রাস্তায় এমন নম্বরহীন, বেপরোয়া টোটো চলাচল বন্ধে কড়া নজরদারির দাবি তুলেছেন বালুরঘাটবাসী।
এই ঘটনার পর শহরে ফের উঠছে প্রশ্ন— কে রুখবে মদ্যপ টোটো চালকদের দাপট?