কোচবিহার:- কোচবিহার মদন মোহন মন্দিরে পূজা দিলেন রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান তথা রাজবংশী ডেভেলপমেন্ট ও কালচার বোর্ডের চেয়ারম্যান বংশী বদন বর্মন । মঙ্গলবার সকাল তিনি কোচবিহার মদনমোহন মন্দিরে পৌঁছে যান সেখানে মদনমোহন দেব ছাড়াও মহান মন্দিরে থাকা অন্যান্য দেব দেবীর পূজা অংশগ্রহণ করেন তিনি । পূজা দেবার পর তিনি বলেন কোচবিহার বাসীর মঙ্গল কামনায় ও প্রত্যেকের ভালো হোক তার জন্যই আজ গুলো দেবতা মদনমোহন মন্দিরে পূজা দিলাম।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর মদনমোহন মন্দিরে পুজো দিলেন রাজবংশী ডেভেলপমেন্ট ও কালচার বোর্ডের চেয়ারম্যান।