মঙ্গলবার সাতসকালে গলায় ওড়না জড়িয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক যুবক | চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার ভাবুক অঞ্চলের আন্ধার কোঠা গ্রাম সংলগ্ন একটি আম বাগানে | আম বাগান থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল মালদা থানার পুলিশ | জানা গেছে মৃত যুবকের নাম মিরুলাল কিস্কু বয়স ২৭ বছর | বাড়ি গাজোল থানার সাহাজাদপুর অঞ্চলের নওপাড়া গ্রামে | আরো জানা যায় পেশাই সে যাত্রাপালার গান বাজনার সাথে যুক্ত ছিল। মৃত ঐ যুবকের পরিবারের রয়েছে স্ত্রী ও দুটি সন্তান। পরিবার সূত্রে জানা গেছে গতকাল দুপুর নাগাদ বাড়ি থেকে মোটরবাইক নিয়ে বেরিয়ে আর বাড়ি ফেরেনি সে | মঙ্গলবার সাত সকালে পরিবারের লোকজন ঘটনা শুনতে পাই আম বাগানে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সেই যুবক। তবে কি কারণে এই আত্মহত্যা পরিবারের লোকজন কিছুই বুঝে উঠতে পারছে না | পাশাপাশি ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে | এলাকা সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সাত সকালে এলাকার লোকজন শৌচ কর্ম করতে এসে আম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। এরপর ঘটনা জানাজানি হতেই ব্যাপক চঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে | ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই মালদা থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ |
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর মঙ্গলবার সাতসকালে গলায় ওড়না জড়িয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক যুবক