মঙ্গলবার প্রথমে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বৈরহাট্টা গ্ৰাম পঞ্চায়েতের যোগদলা এলাকায় হরিবাসর মন্দিরে পুজো দিয়ে উন্নয়নের পাঁচালী শোনালেন তৃণমূল নেতৃত্ব
দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বৈরহাট্টা গ্রাম পঞ্চায়েতের যোগদোলা এলাকায় মঙ্গলবার এক রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে সরকারের উন্নয়নের বার্তা তুলে ধরা হয়। এদিন সকালে যোগদোলা এলাকার হরিবাসর মন্দিরে পুজো দিয়ে কর্মসূচির সূচনা করেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
পুজোর পর স্থানীয় সাধারণ মানুষদের সঙ্গে মতবিনিময় করেন তৃণমূল নেতৃত্বরা। রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী উন্নয়ন প্রকল্প, সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও পরিকাঠামোগত উন্নয়নের খতিয়ান তুলে ধরা হয় উপস্থিত মানুষের সামনে। তৃণমূল নেতৃত্বের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার গ্রামের প্রান্তিক মানুষদের জীবনযাত্রার মান উন্নত করতে নিরন্তর কাজ করে চলেছে।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান সমীর সরকার, বংশীহারী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থপ্রতিম মজুমদার, বুনিয়াদপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ সরকার, বৈরহাট্টা গ্রাম পঞ্চায়েতের প্রধান সরোজিনী হেমরম, বৈরহাট্টা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তোফাজ্জল হোসেন, হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেতমজুর সংগঠনের ব্লক সভাপতি আজাহার রহমান এবং জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ খগেশ্বরদেব শর্মা।
বক্তারা তাঁদের বক্তব্যে জানান, উন্নয়নই তৃণমূল কংগ্রেসের মূল লক্ষ্য। আগামী দিনেও এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে দল ও প্রশাসন একসঙ্গে কাজ করবে বলে আশ্বাস দেন তাঁরা। কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ ও আগ্রহ চোখে পড়ে।
বাইট বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান সমীর সরকার
Home Uncategorized মঙ্গলবার প্রথমে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বৈরহাট্টা গ্ৰাম পঞ্চায়েতের যোগদলা এলাকায়...


























