আলিপুরদুয়ার :সোমবার সকালে এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় একই পরিবারের পাঁচ জনের মৃত্যু হয়েছে আলিপুরদুয়ারের ফালাকাটা থানার ফালাকাটা-ধূপগুড়ি জাতীয় সড়কের বালাসুন্দর এলাকায়।দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও দু’জন।পুলিশ সুত্রে জানা গিয়েছে যে, সোমবার সকাল সাতটা নাগাদ বালাসুন্দর এলাকায় ডুডুয়া সেতুর বাঁকে শিলিগুড়িগামী একটি ছোটো গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় উল্টো দিক থেকে আসা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের একটি যাত্রী বাহী বাসের।সংঘর্ষের অভিঘাতে পথের ধারের নয়ানজুলিতে উল্টে যায় ছোট গাড়িটি।ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছোটো গাড়িটির পাঁচ আরোহীর।মৃত ও জখম প্রত্যেকেই আলিপুরদুয়ার শহরের শান্তিনগরের বাসিন্দা।স্থানীয় বাসিন্দারাই মৃত ও জখমদের উদ্ধার করে ফালাকাটা সুপারস্পেশালিটি হাসপাতালে পাঠান।ওই পথ দুর্ঘটনার জেরে প্রচণ্ড যানজট তৈরি হয়েছে বালাসুন্দর এলাকায়।ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।উদ্ধার কাজে নেমেছে ফালাকাটা দমকল কেন্দ্রের একটি গাড়ি।
