ভ্যালেন্টাইন’ডের রাতে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসে পতিরামে গ্রেপ্তার যুবক

0
1414

ভ্যালেন্টাইন’ডের রাতে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসে পতিরামে গ্রেপ্তার যুবক, চার বছরের প্রেম ফিরে পাওয়ার দাবীতে প্ল্যাকার্ড হাতে ধর্নায় বসেছিল মৃত্যুঞ্জয়

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১৫ ফেব্রুয়ারী––– ভ্যালেন্টাইন দিবসের রাতে প্রেমিকার বাড়ির সামনে ধর্না দিয়ে গ্রেপ্তার হল এক প্রেমিক । রবিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার বাউল এলাকায় । পুলিশ জানিয়েছে ধৃত ওই যুবকের নাম মৃত্যুঞ্জয় প্রামাণিক । জানাগেছে, জগন্নাথবাটি এলাকার এক নাবালিকার সাথে বিগত চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল ওই যুবকের । নবম শ্রেণীর ওই ছাত্রীকে কাছে পেতে রবিবার তার বাড়ির সামনে ধর্নায় বসে মৃত্যুঞ্জয় । সন্ধ্যা থেকে প্ল্যাকার্ড হাতে নিয়ে ওই নাবালিকা স্কুল ছাত্রীর বাড়ির সামনে যুবকের এমন ধর্নার খবর পেয়েই এলাকায় ছুটে যায় পতিরাম থানার বিরাট পুলিশ বাহিনী । নাবালিকার বাড়ির সামনে এমন ধর্নায় বসায় ওইদিন রাতে তাকে গ্রেপ্তারও  করেছে পুলিশ । সোমবার ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রজু করে পাঠানো হয়েছে বালুরঘাট জেলা আদালতে।

পতিরাম থানার ওসি বিরাজ সরকার জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে । এদিন তাকে বালুরঘাট জেলা আদালতে পাঠানো হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here