রায়গঞ্জ:-ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার রায়গঞ্জ গভ: মেডিকেল কলেজ। ভিড় সরাতে পুলিশ কে লাঠি উঁচিয়ে এগোতে হয়। ঘটনায় জখম উভয়পক্ষের বেশ কয়েকজন।

একপ্রকার বাধ্যহয়েই মাঝপথে ভ্যাকসিন দেওয়া বন্ধ করে দিতে হয়। ঘটনা জানিয়ে রায়গঞ্জ থানায় অভিযোগও দায়ের করেছে রায়গঞ্জ মেডিকেল কলেজ কতৃপক্ষ। একপ্রকার বাধ্যহয়েই মাঝপথে ভ্যাকসিন দেওয়া বন্ধ করে দেওয়ায় ভ্যাকসিন প্রাপকদের মদ্ধে ক্ষোভের সৃষ্টি হয়েছে।