ভোররাতে অগ্নি কান্ডের জেরে ভষ্মীভূত হল তিনটি অস্থায়ী দোকান।এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল লাগোয়া পেছনে তিনটি অস্থায়ী দোকানে।ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।পাশাপাশি ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় কাউন্সিলার বিভাস সাহা।প্রথমিক ভাবে মনে করা হচ্ছে কেউ শত্রুতার বসত কোন একটি দোকানে আগুন ধরিয়ে দিলে একে একে তিনটি দোকান ভস্মীভূত হয়ে যায়।পুলিশ হাসপাতালের সিসিটিভি ক্যামেরা ও আশেপাশে সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে।তিনটি দোকান হাসপাতালের রোগী ও রোগীর আত্মীয়দের খাবারের দোকান ছিল অস্থায়ী ভাবে।এই অগ্নি কান্ডের জেরে খতিগ্রস্থ হয়ে পড়েছে দুস্থ ব্যবসায়ীরা।




















