ভোটের সময় দল বিরোধী কাজের অভিযোগ তোলে জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি মজির উদ্দিন মন্ডল, রামপাড়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সদস্য সহ বেশ কয়েকজনকে গঙ্গারামপুরের সাংবাদিক বৈঠক করে শোকজ করলেন জেলা তৃণমূল সভাপতি গৌতম দাস।জবাবে সন্তুষ্ট না হলে তাদেরকে 15 দিনের মধ্যে দল থেকে বহিষ্কার করা হবে বলেও তিনি ঘোষণা করেন তৃনমূলের এই জেলা সভাপতি ।

0
750

শীতল চক্রবর্ত্তী গঙ্গারামপুর ৭মে দক্ষিণ দিনাজপুর:-সদ্য হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে গোপনে দল বিরোধী কাজ করার অভিযোগ তুলে তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি সহ বেশ কয়েকজনকে শোকজ করল জেলা তৃণমূল সভাপতি। শুক্রবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এর তৃণমূলের দলীয় কার্যালয়ের তৃণমূল নেতা নামেজুর রহমান, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মিনাল সরকার কে পাশে বসিয়ে এমন সিদ্ধান্তের কথা জানান জেলা তৃণমূল সভাপতি গৌতম দাস। 15 দিন মধ্যে যথাযথ উত্তর না পেলে শ্রমিক সংগঠনের জেলা সভাপতি মজিরুদ্দিন উদ্দিন মন্ডল, রামপাড়া চেচরা পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত সমিতির সভাপতি বিমল মাহাতো সহ বেশ কয়েকজনকে শোকজ করে এমন চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। যদিও যাদের বিরুদ্ধে শাসক দলের জেলা সভাপতি এবং সিদ্ধান্ত নিয়েছে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। ভোট মিটতে বুনিয়াদপুর এর পর ফের গঙ্গারামপুর ,ও তপনের একাধিক তৃণমূল নেতারা দল বিরোধী কাজ করায় তাদের বিরুদ্ধে জেলা সভাপতি কড়া পদক্ষেপ নেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।


সদ্য হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে দক্ষিণ দিনাজপুর 6 টি আসনের মধ্যে তিনটি আসনে ব্যাপক ভোটে জয়লাভ করে শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। কিন্তু সামান্য ভোটের ব্যবধানে গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী তথা জেলা তৃণমূল সভাপতি গৌতম দাস চার হাজারের একটু বেশি ঘটে হেরে যান। এরপরে গৌতম হারের বিষয়ে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিতে শুরু করেন। বৃহস্পতিবারে বুনিয়াদপুর এর এক অঞ্চল যুব তৃণমূল নেতা শাসকদলের বিরুদ্ধে গোপনে ভোট করার অভিযোগ তুলে তাকে দল থেকে শোকজ করেন। এর পরেই শুক্রবার দুপুরে গঙ্গারামপুরে দলীয় পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করে দল বিরোধী কাজের জন্য জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি মজিরুদ্দিন মন্ডল, রামপাড়া চেচরা এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য বিমল মাহাতো, সহ বেশ কয়েকজনকে দল বিরোধী কাজের জন্য শোকজ করেন। 15 দিনের মধ্যে জবাবে সন্তুষ্ট না হলে তাদের দল থেকে বহিষ্কার করার কথা ও জানানো হয় জেলা সভাপতির তরফে। এদিন গঙ্গারামপুরের তৃণমূলের পার্টি অফিস নন্দনপুর অঞ্চল তৃণমূল নেতার নামেজুর রহমান, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মিনাল সরকারকে পাশে বসিয়ে এমন সিদ্ধান্তের কথা জানান জেলা তৃণমূল সভাপতি গৌতম দাস।
গৌতমবাবু বলেন, দলের সঙ্গে যারা বেইমানি করেছে তাদের ছেড়ে কথা বলা হবে না। শোকজ করা হল, 15 দিনের জবাবে সন্তুষ্ট না হলে দল থেকে বহিষ্কার করা হবে।
যদিও জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি মজিরুদ্দিন মন্ডল সহ যাদেরকে শোকজ করা হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জেলা সভাপতির এমন সিদ্ধান্তকে সকলেই স্বাগত জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here