আলিপুরদুয়ার :ভোটের ফল বেরোনোর পরদিন সাতসকালে আবারও আলিপুরদুয়ার শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলো। এক ভদ্র মহিলা সকালে বাজার করতে যাওয়ার সময় নিউ আলিপুরদুয়ার রাধামাধব মন্দির এর কাছে কালজানি সরকারি আবাসন এর সামনে ছিন্তাইকারীদের খপ্পরে পড়েন। বাইকে করে 2 জন যুবক এসে তার গলার হার ছিনতাই করে পালিয়ে যায়।নিউ আলিপুরদুয়ার রেল স্টেশন এর কাছে এই গুরুত্বপূর্ণ এলাকায় ছিল না কোনো পুলিশি টহলদারী। ওই মহিলা অভিযোগ জানাতে আলিপুরদুয়ার থানায় গেছেন।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার ভোটের ফল বেরোনোর পরদিন সাতসকালে আবারও আলিপুরদুয়ার শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলো।





















