আলিপুরদুয়ার : ভোটের দিন ঘোষণা হয়েছে কয়েক দিন আগেই। এবার প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল ।প্রার্থী তালিকা ঘোষণার দিনই কুমারগ্রামের খোয়ারডাঙায় বোরো জনজাতির নবগঠিত বোরো জাগরণ মঞ্চের তরফ থেকে তাদের প্রতি সরকারের দীর্ঘ দিনের বঞ্চনা নিয়ে মুখ খুললেন সংগঠনের সভাপতি নলকুমার নার্জিনারী । শুক্রবার বিকেলে খোয়ারডাঙার মাধ্যানারারথলি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা বোরো জনজাতির প্রতিনিধিদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় ।সেখানে গঠন করা হয় বোরো জাগরণ মঞ্চ । সেখানে তারা বলেন মুখ্যমন্ত্রীর বিগত আলিপুরদুয়ার সফরে তারা মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে দেখা করতে গিয়েছিলেন আলিপুরদুয়ার। কিন্তু আমন্ত্রণ থাকা সত্তেও তদের দু মিনিটের জন্য দেখা করতে দেওয়া হয় নি । উপরন্ত মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা দুর্ব্যবহার করে তাদের সঙ্গে ।তাই এবার নির্বাচনে তারা তাদের প্রতি বঞ্চনার বিরুদ্ধে ভোট দিতে তৈরি হচ্ছেন এমনটাই ইঙ্গিতে বোঝালেন সংগঠনের সভাপতি নলকুমার নার্জিনারী।আগামী বিধানসভা ভোটে এই আদিম জনজাতির ভোট যদি শাসক দলের বিরুদ্ধে যায় ,তবে ডুয়ার্সের বিভিন্ন আসনে ভোট বৈতরণী পার হতে যথেষ্ট বেগ পেতে হবে শাসক দল কে ।