ভোটের আগে মুখ্যমন্ত্রীর হাত ধরে একগুচ্ছ প্রকল্প পেল দক্ষিণ দিনাজপুর। হাবরার সভা থেকে ভার্চুয়ালি উদ্বোধন মমতা বন্দ্যোপাধ্যায়ের
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১২ মার্চ ———- মুখ্যমন্ত্রীর হাত ধরে আবারো একগুচ্ছ প্রকল্প পেল দক্ষিণ দিনাজপুর। মঙ্গলবার দুপুরে হাবরার সভা মঞ্চ থেকে যার ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দক্ষিণ দিনাজপুরে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা , অতিরিক্ত জেলাশাসক শুভদীপ মন্ডল, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস সহ অন্যান্য আধিকারিকরা। জেলা প্রশাসন সুত্রের খবর অনুযায়ী, প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে ১৩ টি প্রকল্প ও ১৩ কোটি টাকা ব্যয়ে সাতটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। একইসাথে বিভিন্ন সরকারী প্রকল্পে প্রায় ৫৮ জন উপভোক্তাকে সহায়তা প্রদান করা হয় জেলা প্রশাসনের তরফে।
জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেন, ভার্চুয়ালি দক্ষিণ দিনাজপুরের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী।