ভোটের আগে ‘মাটির মানুষ’-কে সন্মান! বালুরঘাটে কৃষক সম্মানে তৃণমূলের ব্যতিক্রমী বার্তা

0
27

ভোটের আগে ‘মাটির মানুষ’-কে সন্মান! বালুরঘাটে কৃষক সম্মানে তৃণমূলের ব্যতিক্রমী বার্তা

বালুরঘাট, ১০ জানুয়ারী —- বিধানসভা ভোটের প্রস্তুতির মাঝেই কৃষকদের বাড়তি গুরুত্ব দিয়ে স্পষ্ট রাজনৈতিক বার্তা দিল তৃণমূল কংগ্রেস। দক্ষিণ দিনাজপুরে কৃষকদের সম্মান জানিয়ে শুক্রবার সন্ধ্যায় বালুরঘাটের কামারপাড়া এলাকায় অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী ও নজরকাড়া অনুষ্ঠান। জেলা তৃণমূল কিষাণ খেত মজদুর সংগঠনের উদ্যোগে আয়োজিত এই ‘কৃষক সম্মান’ কর্মসূচিকে ঘিরে এলাকাজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
দলীয় সূত্রের খবর, জেলার বিভিন্ন ব্লক থেকে নির্বাচিত প্রায় কুড়িজন কৃষককে মঞ্চে তুলে শাল, গামছা ও স্মারক উপহার দিয়ে সম্মানিত করা হয়। জেলার রাজনৈতিক ইতিহাসে কৃষকদের জন্য এ ধরনের প্রকাশ্য সম্মানসূচক অনুষ্ঠান বিরল বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। সম্মান পেয়ে অনেক কৃষকই আবেগপ্রবণ হয়ে পড়েন। তাঁদের কথায়, “আমাদের পরিশ্রমকে প্রকাশ্যে স্বীকৃতি দেওয়া হল— এটাই বড় প্রাপ্তি।”
অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তুলতে ছিল বহিরাগত শিল্পীদের অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানও। লোকসংগীত থেকে আধুনিক পরিবেশনা— সব মিলিয়ে সন্ধ্যার কামারপাড়া যেন পরিণত হয় এক সামাজিক মিলনমেলায়। স্বাভাবিকভাবেই অনুষ্ঠান ঘিরে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ওইদিন যে
মঞ্চে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কিষাণ খেত মজদুর সংগঠনের জেলা সভাপতি সাহেনশা মোল্লা, যুব তৃণমূলের জেলা সভাপতি অম্বরিশ সরকার, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক অশোক মিত্র, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার, দেবদূত বর্মন, কল্পনা কিস্কু, স্নেহলতা হেমব্রম সহ একাধিক তৃণমূল নেতা-নেত্রী।

অনুষ্ঠান শেষে জেলা সভাপতি সাহেনশা মোল্লা জানান, রাজ্য সভাপতি ও জেলার মন্ত্রী বিপ্লব মিত্রের নির্দেশেই এই কৃষক সম্মান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, “কৃষকরাই বাংলার মেরুদণ্ড। একজন কৃষক নেতা হিসেবে তাঁদের এভাবে সম্মান জানাতে পেরে আমি গর্বিত। ভবিষ্যতেও কৃষকদের অধিকার ও সম্মান রক্ষায় সংগঠন লড়াই চালিয়ে যাবে।
ভোটের আগে কৃষকদের এই সম্মান যে তৃণমূলের রাজনৈতিক কৌশলে নতুন মাত্রা যোগ করল, তা মানছেন জেলার রাজনৈতিক মহলের একাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here