ভোটের আগে ‘প্রফেসর বাহিনী’ মাঠে! দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের সংগঠন শাণ দিচ্ছে ওয়েবকুপা

0
85

ভোটের আগে ‘প্রফেসর বাহিনী’ মাঠে! দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের সংগঠন শাণ দিচ্ছে ওয়েবকুপা

বালুরঘাট, ২৩ মে —— বিধানসভা ভোটের ঢাকে কাঠি পড়েনি এখনো। কিন্তু সংগঠনের খেলা জমিয়ে দিতে যে তৃণমূল মাঠে নামছে, তার ইঙ্গিত মিলছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ কলেজে। এবার ‘প্রফেসর বাহিনী’কে সামনে রেখে তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন ওয়েবকুপা-র রণকৌশল স্পষ্ট—কলেজ চত্বর থেকে ভোটের মাঠে, শিক্ষকই এবার ‘চেঞ্জ মেকার’।

বৃহস্পতিবার কুমারগঞ্জ কলেজে ২৪ জন অধ্যাপককে নিয়ে গঠিত হল নতুন ইউনিট কমিটি। যেখানে উপস্থিত ছিলেন ওয়েবকুপার জেলা সভাপতি পৌলমি চক্রবর্তী। কমিটিতে জায়গা পেয়েছেন কলেজের অধ্যক্ষও। অর্থাৎ, নেতৃত্বের শীর্ষে যখন প্রতিষ্ঠান-পারদ ব্যক্তি, তখন তার প্রভাবও দীর্ঘমেয়াদি হবে—এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

পৌলমির কথায়, “স্থায়ী-অস্থায়ী মিলিয়ে কলেজের প্রায় সব অধ্যাপকই আমাদের সংগঠনে এসেছেন। সামনে ভোট, তাই শুধু সদস্য নয়, সক্রিয় সৈনিক হিসেবেই তাঁদের ভূমিকা থাকবে।”

ওয়েবকুপার লক্ষ্য, জেলার আটটি কলেজে ইউনিট খুলে ৩০০ জন অধ্যাপককে মাঠে নামানো। শুধু প্রচার নয়—অধ্যাপকদের বদলি ও পদোন্নতি সংক্রান্ত সমস্যা নিয়েও জেলা নেতৃত্বের সঙ্গে নিয়মিত সমন্বয় করবেন ইউনিট কনভেনররা। এক কথায়, প্রশাসনিক চাপের সঙ্গে রাজনৈতিক বার্তাও দিতে চাইছে ওয়েবকুপা।

তৃণমূল সূত্রের খবর, ভোটের মুখে শিক্ষিত সমাজের একাংশকে সরাসরি প্রচারে আনা হলে দলীয় ভাবমূর্তিতে ইতিবাচক প্রভাব পড়বে। তাই অধ্যাপক সংগঠনকে সংগঠনের স্তম্ভ করে তোলার দিকেই জোর দিয়েছে রাজ্যের শাসকদল। কলেজ ক্যাম্পাস থেকে ভোটের বাক্স—তৃণমূল এবার চাল চালছে একেবারে দাবার ছকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here