ভোটের আগে দেওয়া কথা ফের মন্ত্রী হতেই রাখতে চলেছেন বিপুৰ মিত্র বুনিয়াদপুরে মার্কেট তৈরির জায়গা পরিদর্শন করলেন আধিকারিকেরা

0
463

শীতল চক্রবর্তী গঙ্গারাম ২৮জুন দক্ষিণ দিনাজপুর:-ফের ভোটের আগে বাসিন্দাদের দেওয়া আরো একটি কথা রাখতে চলেছেন বিশিষ্ট তৃণমূল নেতা তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান রাজ্যের কৃষি বিপনন মন্ত্রী রাজ্যে সরকারের তরফে সোমবার বুনিয়াপুরে মার্কেট কমপ্লেসের কাজ ক্ষতিয়ে দেখতে এলেন রাজ্যে সরকারের আধিকারিক। সঙ্গে ছিলেন পৌর প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন সহ প্রশাসনের একাধিক আধিকারিকেরা।বুনিয়াদপুরে ফুটবল মাঠের পাশে একটি মার্কেট তৈরি করার উদ্যাগ নেওয়া হয়েছে যা খুব তারাতারি কাজ শুরু হবে বলে চেয়ারপার্সন ও চেয়ারম্যানেরা জানালেন। মন্ত্রীর এমন উদ্যাগ নেওয়ায় খুশি হয়েছেন সকলেই


সদ্য হয়ে যাওয়া বিধানসভা নির্বাচন দলের তরফে হরিরামপুর বিধানসভা আসনে প্রার্থী হয়েছিলেন বিপুব মিত্র৷ তখন বুনিয়াদপুরবাসী শহরের মধ্যে একটি সব ধরনের বড় মার্কেট করার দাবি জানিয়েছিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যানের কাছে। তিনি তাঁদের কথা দিয়েছিলেন ভোটে জয়লাভ করলে ও সরকার আবার ক্ষমতায় আসলে তিনি তাঁদের কথা রাখবেন।ভোটে জিতে বিপুববাবু রাজ্যে সরকারের কৃষি বিপনন মন্ত্রী হয়েছেন৷আর মন্ত্রী হবার পরেই তিনি বুনিয়াদপুরের ফুটবল মাঠের পাশে একটি মার্কেট করার পরিকল্পনা নেন।


সোমবার সেই মার্কেটের জমির ক্ষতিয়ে দেখতে আসেন রাজ্য সরকারের মার্কেট কমপ্লেক্সের ম্যানেজিং ডিরেকটর। তাঁর সঙ্গে


ছিলেন গঙ্গারামপুর পৌর প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন প্রশান্ত মিত্র ,বুনিয়াপুর পৌরসভার চেয়ারম্যান অখিল বর্মন,গঙ্গারামপুরের মহকুমা শাসক মানবেন্দ্র দেবনাথ, ব্লকের বিডিও সুদেষ্ণা পাল, সহ আরো অনেকেই।


কৃষি বিপনন মন্ত্রী বিপ্লব মিত্রকে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছিলেনন বুনিয়াদপুরে ফুটবল মাঠের পাশে একটি মাকেট তৈরি করার উদ্যাগ নেওয়া হয়েছে। ভোটের সময় যে কথা দেওয়া হয়েছিল তা পূরণ করা হবে। প্রশাসনের আধিকারিকেরা জায়গা দেখে গিয়েছে মকেট তৈরী করা হবে তারাতারি।


গঙ্গারামপুর পৌর প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন প্রশান্ত মিত্র জানিয়েছেন, প্রশাসনের লোকজন জমি দেখতে এসেছেন।


তারাারি প্রকল্পটি চালু করা হবে। এতে অনেকেই উপকৃত হবেন৷ বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যানন অখিল বমন জানিয়েছেন ,এমন প্রকল্প এখানে চালু হলে সকলেই উপকার হবে৷

মন্ত্রীর এমন উদ্যাগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here