ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সির ‘অপব্যবহার’-এর অভিযোগ, বালুরঘাট জুড়ে তৃণমূলের প্রতিবাদ মিছিল

0
17

বালুরঘাট, ৮ জানুয়ারী — ভোটের মুখে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলে বালুরঘাটে রাস্তায় নামল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে দলের পরামর্শদাতাকে গ্রেফতার ও গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বালুরঘাট হাইস্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিলের সূচনা হয়। শহরের একাধিক গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে ওই মিছিল ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়ায়।
বিক্ষোভকারীদের অভিযোগ, আসন্ন নির্বাচনের আগে বিরোধী কণ্ঠস্বর দমন করতেই বিজেপি পরিকল্পিতভাবে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগাচ্ছে। মিছিলজুড়ে বিজেপি বিরোধী স্লোগানে মুখর ছিলেন তৃণমূল নেতা-কর্মীরা।
বালুরঘাট টাউন তৃণমূল সভাপতি সুভাষ চাকি বলেন, “ভোটের আগে ভয় দেখিয়ে রাজনীতির ময়দান দখলের চেষ্টা করছে বিজেপি। কেন্দ্রীয় এজেন্সিকে সামনে রেখে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজ্য নেতৃত্বের নির্দেশেই আমরা পথে নেমেছি।”
তৃণমূল নেতৃত্বের দাবি, এই প্রতিবাদ গণতন্ত্র রক্ষার লড়াই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here