বালুরঘাট, ৩১ জানুয়ারী —- ভোটের আবহে এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেসের কিষান খেতমজদুর সংগঠন। শুক্রবার রাতে কুমারগঞ্জ ব্লকে কয়েকশো কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে মশাল জ্বালিয়ে প্রতিবাদ মিছিল করল দক্ষিণ দিনাজপুর জেলা কিষান খেতমজদুর সংগঠন। সংগঠনের জেলা সভাপতি সাহেনশা মোল্লার নেতৃত্বে এই মিছিলে পা মেলান রাজ্য, জেলা ও ব্লক স্তরের প্রায় সমস্ত তৃণমূল নেতৃত্ব।
বরাহার আইটিআই মোড় থেকে শুরু হওয়া মিছিলটি শেষ হয় মোহনা হাটে। সেখানে একটি পথসভায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের হয়রানির অভিযোগ তুলে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেতারা। উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল নেতা উজ্জ্বল বসাক, মফিজুদ্দিন মিঞা, রাজু সিংহ রায়, মহাবুর সরকার-সহ একাধিক নেতা।
তৃণমূলের অভিযোগ, অপরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে। বিজেপির এই “গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্রের” বিরুদ্ধেই পথে নামতে বাধ্য হয়েছে সংগঠন।
সভা থেকে সাহেনশা মোল্লা স্পষ্ট ভাষায় বলেন, “ভোটাধিকার সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার। বিজেপি পরিকল্পিতভাবে তা কেড়ে নিতে চাইছে। আমরা ব্লকে ব্লকে আন্দোলন গড়ে তুলব।
ভোটের আগে এই মশাল মিছিল যে রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে, তা বলাই বাহুল্য।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর ভোটের আগে ‘এসআইআর’ ইস্যুতে আ*গুন জ্বালাল তৃণমূল! কুমারগঞ্জে মশাল মিছিলে শক্তি প্রদর্শন...























