ভুয়ো পরিচয় দিয়ে প্রতারণা সহ একাধিক অভিযোগে রবিবার গ্রেপ্তার করা হয়েছিল হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক তথা উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান বেঞ্জামিন হেমব্রমকে। সোমবার তাকে রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে।

0
421

রায়গঞ্জ:-ভুয়ো পরিচয় দিয়ে প্রতারণা সহ একাধিক অভিযোগে রবিবার গ্রেপ্তার করা হয়েছিল হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক তথা উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান বেঞ্জামিন হেমব্রমকে। সোমবার তাকে রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে। ধৃত বেঞ্জামিন হেমব্রমের বিরুদ্ধে ৪১৯, ৪২০, এবং ৩৪ আইপিসি ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

ভুয়ো পরিচয় দিয়ে টাকা তোলা সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান বেঞ্জামিন হেমব্রম। রবিবার দিনই রায়গঞ্জ থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে বেঞ্জামিন হেমব্রমকে। পুলিশ সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর দিতে না পারায় প্রাক্তন চেয়ারম্যানকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয় তদন্তকারীরা। সোমবার ৪১৯,৪২০ ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক বেঞ্জামিন হেমব্রমকে। জানা গেছে, ন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল, ভারত সরকার, প্ল্যানিং কমিশন লেখা বোর্ড লাগানো গাড়ি নিয়ে চলাফেরা করত বেঞ্জামিন হেমব্রম। রবিবার চন্ডিতলায় বেঞ্জামিন হেমব্রমের আবাসনের সামনে কালো গাড়িতে ভারত সরকার লেখা বোর্ড দেখেই সন্দেহ হয় রায়গঞ্জ জেলা পুলিশের। এরপরেই বেঞ্জামিন হেমব্রমকে জিজ্ঞাসাবাদের জন্য রায়গঞ্জ থানায় তুলে আনে পুলিশ।

রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্শ বর্মা বলেন, ভারত সরকারের স্টিকার লাগানো একটি গাড়িতে মেম্বার অফ ন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল, প্ল্যানিং কমিশন লেখা বোর্ড দেখে আমাদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক কোনও উত্তর দিতে পারেন নি ধৃত। এরপর ধৃতের কাগজপত্র খতিয়ে দেখা হয়, যা কিনা পুরোটাই ভুয়ো। এরপরেই বেঞ্জামিন হেমব্রমকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে পুলিশি হেফাজতে চাওয়ার আবেদন জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here