ভুয়ো সার্টিফিকেটে আদিবাসী পরিচয়ের অবমূল্যায়ন, ধামসা মাদলে গর্জে উঠল দক্ষিণ দিনাজপুর
বালুরঘাট, ২৮ মে —– ভুয়ো আদিবাসী সার্টিফিকেট বাতিল এবং এক ব্যক্তির নামে একাধিক জাতিগত শংসাপত্রের প্রতিবাদে বুধবার ধামসা-মাদলের তালে উত্তাল হয়ে উঠল দক্ষিণ দিনাজপুর। আদিবাসী সমাজের অবহেলিত উন্নয়ন, অর্থ বরাদ্দে অনিয়ম ও নারী নির্যাতনের বিরুদ্ধে সরব হয় ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের জেলা কোঅর্ডিনেশন কমিটি।
বালুরঘাটের নারায়ণপুরে প্রায় পাঁচ শতাধিক আদিবাসী মানুষ ঐক্যবদ্ধ হয়ে শহরের রাস্তায় মিছিল করে পৌঁছান জেলা শাসকের দপ্তরের সামনে। সেখানে অনুষ্ঠিত হয় ক্ষোভে ফুঁসতে থাকা বিক্ষোভ সমাবেশ। জেলা মিউজিয়ামের সামনে তৈরি মঞ্চ থেকে সংগঠনের নেতারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন—“শুধু প্রতিশ্রুতি নয়, চাই দৃশ্যমান পরিবর্তন।”
তাদের মূল দাবি—বন্ধ আদিবাসী ছাত্রাবাস অবিলম্বে চালু হোক, নিয়োগ হোক কর্মী ও সান্থালি শিক্ষক, উন্নত হোক বিদ্যালয়ের পরিকাঠামো, আর অবিলম্বে রুখে দেওয়া হোক আদিবাসী নারীর প্রতি চলতে থাকা নির্যাতনের স্রোত।
সংগঠনের তরফে মদন মুর্মু বলেন, দাবি না মানলে আন্দোলন হবে রাজ্যব্যাপী।