আলিপুরদুয়ার। ভুটান সীমান্ত জয়গাঁর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, জয়গাঁ কলেজ হয়ে সাড়ে তিন কিলোমিটার সড়কের শিল্যান্যাস হল বুধবার। এদিন জেলা পরিষদ সদস্য তথা তৃণমূলের আলিপুরদুয়ার জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা এই কাজের শিল্যান্যাস করেন। মোট ৩ কোটি ১৫ লক্ষ ৮৩ হাজার টাকা বরাদ্দে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের তরফে এই সড়ক নির্মাণ করা হচ্ছে। এ বিষয়ে উল্লেখ্য দীর্ঘ বেশ কয়েক বছর ধরে বেহাল অবস্থা ছিল এই সড়কের। প্রতিদিনই অসুবিধার মধ্যে পড়তে হত কলেজ পড়ুয়া ও স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য যাওয়া রোগীদের। অবশেষে সড়ক নির্মাণের কাজ শুরু হওয়ায় খুশি সীমান্তবর্তী শহর জয়গাঁর বাসিন্দারাও।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর ভুটান সীমান্ত জয়গাঁর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, জয়গাঁ কলেজ হয়ে সাড়ে তিন কিলোমিটার...