গঙ্গারামপুর,১ সেপ্টেম্বর : ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গঙ্গারামপুর শহরের ১৫ নম্বর ওয়ার্ডের শিববাড়ি এলাকার। অসহায় পরিবারের পাশে দাড়িয়েছেন পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস।
গঙ্গারামপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের শিববাড়ি হাটখোলা এলাকার যুবক নরেশ মুর্মু। প্রায় ২৫ বছর বয়সি নরেশ পেশায় পরিযায়ী শ্রমিক। গত কয়েকমাস আগে তেলেঙ্গানায় গিয়েছিল শ্রমিকের কাজে। হঠাৎ তিনি গত কয়েক দিন আগে তেলেঙ্গানায় অসুস্থ পড়েন।সেখানে চিকিৎসা চলাকালীন গতকাল তাঁর মৃত্যু হয়। সেখানে তাঁর মৃত্যু হয়। এদিন তাঁর কফিনবন্দি মৃতদেহ ঘরে ফিরতে গঙ্গারামপুর সহ শিববাড়ি জুড়ে শোকের ছায়া নেমে এসে। খবর পেয়ে মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে যান পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস। অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে বাড়িয়ে সমস্ত আশ্বাস দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস বলেন,ভিন রাজ্যে কাজ করতে গিয়ে শিববাড়ি এলাকার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এটা খুবই দু:খ জনক ঘটনা। আমরা খবর পেয়ে পরিবারটির বাড়িতে এসেছি। পরিবারটির পাশে দাড়িয়েছি। মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারকে সমস্ত রকম সাহায্য করা হবে।